New Business Idea: মাত্র পাঁচ হাজার টাকা বিনিয়োগ করে এই পদ্ধতিতে লক্ষ টাকা আয় করুন

Last Updated:

মাত্র পাঁচ হাজার টাকা খরচ করে এক লক্ষ টাকার বেশি মুনাফা করার এক দুর্দান্ত সুযোগ এসে গিয়েছে। এমনকি শুধু মাত্র সিজিনে নয়, অফ সিজিনেও হবে আয়

+
মালচিং

মালচিং পদ্ধতিতে করলা চাষ

মালদহ: ব্যবসা করে প্রচুর আয় করতে চান? তাহলে এই উপায়টা শুধু আপনার জন্য। মাত্র ৫০০০ টাকা বিনিয়োগ করে সহজে লক্ষাধিক টাকা মুনাফা করুন। এভাবে নিজের উপার্জনের ব্যবস্থা করে সহজেই হয়ে উঠুন স্বাবলম্বী। আর তাহলে চাকরি করার কোনও দরকারই পড়বে না। কিন্তু এই উপায়টা কী? আসুন সেটা জানার জন্য প্রতিবেদনটা পুরোটা পড়ুন।
মাত্র পাঁচ হাজার টাকা খরচ করে এক লক্ষ টাকার বেশি মুনাফা করার এক দুর্দান্ত সুযোগ এসে গিয়েছে। এমনকি শুধু মাত্র সিজিনে নয়, অফ সিজিনেও হবে আয়। আধুনিক মালচিং পদ্ধতিতে করলা চাষ করে ব্যাপক লাভবান হতে পারেন আপনিও। ঠিক এই উপায়ে বিপুল আয় করেছেন মনতোষ রাজবংশি।
advertisement
advertisement
গতানুগতিক চাষের পদ্ধতি পরিবর্তে চলতি মরশুমে এক বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে করলা চাষ করেছিলেন ওই কৃষক। জুলাই মাসে শুরু করেছিলেন চাষ।‌ গতানুগতিক পদ্ধতিতে চাষ করলে বছরে মাত্র তিন মাস করলা ফলে। মালদহের কৃষকেরা এতদিন সাধারণত এই তিন মাসই করলার ফলন পেয়ে এসেছেন। তারপর‌ই গাছ নষ্ট হয়ে যায়। কিন্তু পুরাতন মালদহের কৃষক মনোতোষ রাজবংশি এই বছর মালচিং পদ্ধতিতে করলা চাষ শুরু করেন। আর তাতেই ঘটেছে ম্যাজিক। প্রায় সাত মাস গাছের বয়স হয়ে গেলেও এখনও নিয়মিত ফলন পাচ্ছেন। এই ঘন কুয়াশায় শীতের মরশুমেও‌ গাছে ফল হচ্ছে। এমনকি নতুন করে আবারও গাছ সতেজ হয়ে উঠছে। আগামী আরও তিন থেকে চার মাস এই গাছ ফল দেবে বলে মনে করছেন।
advertisement
এক বিঘা জমিতে করলা চাষে সবমিলিয়ে ওই কৃষকের খরচ হয়েছিল ৩৫ হাজার টাকা। আর এখন পর্যন্ত তিনি করলা বিক্রি করে আয় করেছেন ১ লক্ষ ১০ হাজার টাকার। আর‌ও তিন মাস ফলন দেবে। ফলে তাঁর লাভের পরিমাণ লক্ষ টাকা ছাপিয়ে যাবে বলেই মনে করছেন। মালচিং পদ্ধতিতে চাষের জন্য অতিরিক্ত পাঁচ হাজার টাকা খরচ করতে হয়েছিল। এই প্রসঙ্গে মনতোষ রাজবংশি বলেন, গতানুগতিক চাষ করে তেমন লাভ হয় না। মালচিং পদ্ধতিতে চাষ শুরু করে আমি প্রায় দ্বিগুণ বেশি লাভ পেয়েছি। এমনকি দীর্ঘদিন গাছ সতেজ থাকছে। ফলন প্রায় দশ মাস পর্যন্ত পাচ্ছি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
কী এই মালচিং পদ্ধতি? এর উপকারীতাই বা কী? মূলত সবজি চাষে এই মালচিং পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। আধুনিক এই চাষের পদ্ধতিতে গাছের গোড়া ভাল থাকে। কারণ বিশেষ এক ধরনের পলিথিন দিয়ে গাছের গোড়া ঢাকা দেওয়া হয়। প্রথমে জমির উপর ফালি তৈরি করা হয়। জৈব সার ভাল করে মিশিয়ে গাছের চারা লাগানো হয়। পলিথিনে ছোট ছোট ছিদ্র করা হয় চারা রোপন করার জন্য। বাকি অংশে মাটি ঢাকা থাকে। এই বিশেষ পলিথিনে নিচের দিকটা কালো ওপরের অংশ সাদা চকচকে। মালচিং পদ্ধতিতে চাষ করলে জমিতে একেবারে আগাছা জন্মায় না। এতে করে মাটির জৈব পুষ্টি গাছের মধ্যে চলে যায়। আরও একটি বিশেষ উপকার হল, পোকামাকড়ের আক্রমণ একেবারেই গাছে হয় না। গাছের রোগ কম হয়। কারণ চকচকে পলিথিন থাকায় সমস্ত পোকা সেখানে গিয়েই বসে, গাছের উপর বসে না। বিভিন্ন চাষের ক্ষেত্রে এই মালচিং পদ্ধতি এখন ব্যাপক প্রভাব বিস্তার করছে। গতানুগতিক চাষের পদ্ধতি ছেড়ে কৃষকরা যদি এই পদ্ধতিতে চাষ করেন তাহলে লাভের পরিমাণ প্রায় দ্বিগুণ বৃদ্ধি পাবে।
advertisement
হরষিত সিংহ
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: মাত্র পাঁচ হাজার টাকা বিনিয়োগ করে এই পদ্ধতিতে লক্ষ টাকা আয় করুন
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement