অথচ অনুব্রত বিহীন বীরভূমে ভোট ঘোষণা হওয়ার পর প্রথম দিন পঞ্চায়েতের তিনটি স্তরের কোনওটিতেই একজন প্রার্থীরও মনোনয়ন জমা করল না শাসক দল তৃণমূল কংগ্রেস!
আরও পড়ুন: ভোট ঘোষণার পরেই রাজনৈতিক ডামাডোল, রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে বঙ্গ বিজেপি! রয়েছে ‘বড়’ আর্জি
খাতায় কলমে এখনও অনুব্রত মণ্ডল বীরভূমে দলের জেলা সভাপতি৷ কিন্তু অনুব্রত জেলবন্দি থাকা অবস্থায় বীরভূমে শাসক দলের সেই দাপট থাকবে কি না, মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিনের পর তা নিয়ে যথেষ্ট সংশয় দেখা দিয়েছে৷ কারণ ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর প্রথম দিন শুক্রবার বীরভূমে একটিও আসনে প্রার্থী নাম জমা দিল না শাসক দল তৃণমূল কংগ্রেস৷
advertisement
তবে শুধু বীরভূম নয়, অধিকাংশ জেলাতেই মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিনে বিরোধীদের তুলনায় তৃণমূলের তৎপরতা অনেকটাই কম ছিল৷ ফলে বীরভূমে দলের কোনও প্রার্থীর নাম জমা না পড়ার মধ্যে আলাদা তাৎপর্য খোঁজা অর্থহীন বলেই শাসক দলের অন্দরের মত৷
আরও পড়ুন: ‘প্রমাণ দিন, নিজে আপনাদের কর্মীর মনোনয়ন করাব,’ সুকান্তর অভিযোগে ট্যুইট অরূপের
পরিসংখ্যান বলছে, মনোনয়ন জমার প্রথম দিন বীরভূমে গ্রাম পঞ্চায়েত আসনে ১২১টি মনোনয়ন জমা পড়েছে৷ এর মধ্যে ১১২টি আসনেই মনোনয়ন জমা দিয়েছে বিজেপি৷ সিপিএম তিনটি এবং ৬ জন নির্দল প্রার্থীও মনোনয়ন জমা দিয়েছেন৷
পঞ্চায়েত সমিতিতে বীরভূমে শুক্রবার মনোনয়ন জমা পড়েছে সাতটি৷ সাতটিই মনোনয়নই জমা দিয়েছে বিজেপি৷ জেলা পরিষদের দুটো আসনেও মনোনয়ন জমা দিয়েছে তারা৷