WB Panchayat Election 2023: 'প্রমাণ দিন, নিজে আপনাদের কর্মীর মনোনয়ন করাব,' সুকান্তর অভিযোগে ট্যুইট অরূপের
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
WB Panchayat Election 2023: চাঞ্চল্যকর ট্যুইট করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
কলকাতা: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আর মাত্র একমাস বাকি পঞ্চায়েত নির্বাচনের। আজ থেকেই শুরু হয়েছে মনোনয়ন পর্ব। এরই মধ্যে চাঞ্চল্যকর ট্যুইট করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একটি পোস্টারের ছবি পোস্ট করেছেন তিনি। সেই পোস্টারে বিজেপি কর্মীকে হুমকি প্রসঙ্গে কিছু কথা লেখা রয়েছে। এই পোস্টারের সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা।
I request you @DrSukantaBJP to provide me with the particulars of the candidate who failed to submit their nomination.
Upon receiving the required information, I shall personally ensure that this is taken care of promptly within the next 24 hours by facilitating their… https://t.co/tqwQLym2uq
— Aroop Biswas (@aroopbiswasaitc) June 9, 2023
advertisement
advertisement
এই পোস্টারের ছবি ট্যুইট করে সুকান্ত লেখেন, “পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে বিরোধী প্রার্থীদের এভাবে হুমকি দেওয়া হচ্ছে। হত্যা করার কথা বলা হচ্ছে। বোমা-গুলি করার হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, কোনও বিজেপিকে মনোনয়নপত্র জমা দেওয়ার অনুমতি দেওয়া হবে না।”
স্বাভাবিক ভাবেই সুকান্ত মজুমদারের অভিযোগের তির ছিল তৃণমূলের দিকে। অন্যদিকে, সুকান্তর এই অভিযোগের কয়েকঘণ্টারল মধ্যে বিষয়টি নিয়ে রিট্যুইট করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, আমি আপনাকে অনুরোধ করছি ওই প্রার্থীর সমস্ত তথ্য আমাকে দিন। সমস্ত তথ্য পাওয়ার পরে আগামী নিজে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য সমস্ত সাহায্য করব।
advertisement
সেই সঙ্গে অরূপ বিশ্বাস আরও লেখেন, “যদি আপনি তথ্য দিতে না পারেন তাহলে বোঝা যাবে এটা শুধুমাত্র অভিযোগ করার জন্য অভিযোগ এবং বিষয়টি বাস্তব থেকে অনেক দূরে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 09, 2023 9:35 PM IST