WB Panchayat Election 2023: 'প্রমাণ দিন, নিজে আপনাদের কর্মীর মনোনয়ন করাব,' সুকান্তর অভিযোগে ট্যুইট অরূপের

Last Updated:

WB Panchayat Election 2023: চাঞ্চল্যকর ট্যুইট করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

সুকান্তর অভিযোগে ট্যুইট অরূপের
সুকান্তর অভিযোগে ট্যুইট অরূপের
কলকাতা: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আর মাত্র একমাস বাকি পঞ্চায়েত নির্বাচনের। আজ থেকেই শুরু হয়েছে মনোনয়ন পর্ব। এরই মধ্যে চাঞ্চল্যকর ট্যুইট করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একটি পোস্টারের ছবি পোস্ট করেছেন তিনি। সেই পোস্টারে বিজেপি কর্মীকে হুমকি প্রসঙ্গে কিছু কথা লেখা রয়েছে। এই পোস্টারের সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা।
advertisement
advertisement
এই পোস্টারের ছবি ট্যুইট করে সুকান্ত লেখেন, “পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে বিরোধী প্রার্থীদের এভাবে হুমকি দেওয়া হচ্ছে। হত্যা করার কথা বলা হচ্ছে। বোমা-গুলি করার হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, কোনও বিজেপিকে মনোনয়নপত্র জমা দেওয়ার অনুমতি দেওয়া হবে না।”
স্বাভাবিক ভাবেই সুকান্ত মজুমদারের অভিযোগের তির ছিল তৃণমূলের দিকে। অন্যদিকে, সুকান্তর এই অভিযোগের কয়েকঘণ্টারল মধ্যে বিষয়টি নিয়ে রিট্যুইট করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, আমি আপনাকে অনুরোধ করছি ওই প্রার্থীর সমস্ত তথ্য আমাকে দিন। সমস্ত তথ্য পাওয়ার পরে আগামী নিজে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য সমস্ত সাহায্য করব।
advertisement
সেই সঙ্গে অরূপ বিশ্বাস আরও লেখেন, “যদি আপনি তথ্য দিতে না পারেন তাহলে বোঝা যাবে এটা শুধুমাত্র অভিযোগ করার জন্য অভিযোগ এবং বিষয়টি বাস্তব থেকে অনেক দূরে।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
WB Panchayat Election 2023: 'প্রমাণ দিন, নিজে আপনাদের কর্মীর মনোনয়ন করাব,' সুকান্তর অভিযোগে ট্যুইট অরূপের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement