TRENDING:

TMC Debangshu Bhattacharya: হেভিওয়েট কেন্দ্রের প্রার্থী, দেবাংশুকে দেখলে যেন চেনা দায়! কী এমন কাণ্ড ঘটালেন তরুণ তুর্কী

Last Updated:

TMC Debangshu Bhattacharya: ঠাসা কর্মসূচির মধ্যেই নাম সংকীর্তনে মেতে উঠলেন তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক: ভোট প্রচারে বেরিয়ে খোল করতাল নিয়ে নাম সংকীর্তনে মেতে উঠলেন দেবাংশু ভট্টাচার্য। লোকসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশ হয়েছে। এবারের লোকসভা ভোটে রাজনৈতিক বিশ্লেষকদের নজর তমলুক লোকসভা কেন্দ্রের ওপর। এবার লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ লোকসভা কেন্দ্র থেকে বাড়তি গুরুত্ব পাচ্ছে তমলুক লোকসভা কেন্দ্র। তমলুক লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। রাজনৈতিক দলের কর্মীদের পাশাপাশি প্রার্থীরাও দাপিয়ে বেড়াচ্ছে লোকসভা কেন্দ্রে। তমলুক লোকসভা কেন্দ্রের ভোট প্রচারে এবার খোল করতাল নিয়ে নাম সংকীর্তনে মেতে উঠলেন দেবাংশু ভট্টাচার্য।
advertisement

২৫ মে ষষ্ঠ দফায় তমলুক লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ। ইতিমধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম তমলুক লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করেছে। যদিও তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী এখনওরাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ঘোষণা করেনি। তবে কানাঘুষো শোনা যাচ্ছে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা সদ্য বিজেপিতে যোগদানকরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

advertisement

আরও পড়ুনঃ দোলের ছুটিতে পাহাড়ে যাচ্ছেন? পর্যটকদের জন্য বিরাট আশঙ্কার খবর! কাঁপিয়ে ঝড়বৃষ্টি-ধসের সতর্কতা

বামেদের হয়ে এ বারে তমলুক লোকসভা কেন্দ্রে ভোটে লড়ছেন হাইকোর্টের আইনজীবী তথা বামেদের যুবনেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, শাসক দল তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে তরুণ তুর্কি নেতা দেবাংশু ভট্টাচার্যকে। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরের দিন থেকেই দেবাংশু তমলুকে প্রচার শুরু করেছেন। হলদিয়া থেকে নন্দীগ্রাম, ময়না থেকে কোলাঘাট সর্বত্রই ভোট প্রচারে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি।

advertisement

View More

আরও পড়ুনঃ খেজুরেই কমবে আপনার বয়স! কোলেস্টেরল-ওজন থাকবে নিয়ন্ত্রণে, রোজ কীভাবে খাবেন এই ফল? জানুন

২১ মার্চ সকাল থেকেই কোলাঘাটে প্রচার পর্ব সারছেন দেবাংশু সহ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। বাড়ি বাড়ি মানুষের সঙ্গে জনসংযোগের পাশাপাশি মন্দিরে পুজো প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে উঠে এসেছে। প্রচারে বেরিয়ে দেবাংশুকে দেখা গেল কোলাঘাটে খল করতাল নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে নাম সংকীর্তনে মেতে উঠতে। প্রথমে করতাল বাজিয়ে নাম সংকীর্তন করেন তিনি। পরে আবার খোল বাজিয়েও নাম সংকীর্তন করতে দেখা যায় দেবাংশুকে।

advertisement

প্রসঙ্গত এ বার লোকসভা নির্বাচনে তমলুক লোকসভাটি কেন্দ্র হাই প্রোফাইল হয়ে উঠেছে। এই লোকসভা কেন্দ্রের কোনও রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে জমি ছেড়ে দিতে নারাজ। প্রতিদিনই তাই লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজনৈতিক দলের ঠাসা কর্মসূচি। এই ঠাসা কর্মসূচির মধ্যেই খোল করতাল নিয়ে নাম সংকীর্তন মেতে উঠলেন তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সৈকত শী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC Debangshu Bhattacharya: হেভিওয়েট কেন্দ্রের প্রার্থী, দেবাংশুকে দেখলে যেন চেনা দায়! কী এমন কাণ্ড ঘটালেন তরুণ তুর্কী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল