গতকাল বিকালে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের গোবিন্দধামে একটি দলীয় কর্মসূচীতে হাজির ছিলেন হুগলীর সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এই কর্মসূচীতেই তৃণমূল পরিচালিত বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি শমিক পাল ও সিপিএম-এর প্রাক্তন লোকাল কমিটির সদস্য দয়াময় সিংহর নেতৃত্বে গোবিন্দধাম এলাকার প্রায় একশোটি পরিবার বিজেপিতে যোগ দেন।
advertisement
আরও পড়ুন: বিরাট অভিযানে ইডি! জ্যোতিপ্রিয়-ঘনিষ্ঠদের বাড়িতে হানা! বড় ঘটনা বাংলায়
এদিন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতির দাবি তৃণমূলের কোনও নৈতিকতা নেই। কয়লা চোর বালি চোরে তৃণমূল ভরে গেছে। সেই চোরেদের দলে না থেকে জাতীয়তাবাদী ভাবনায় উদ্বুদ্ধ হয়ে বিজেপিতে যোগদান করছেন। তৃণমূলের পাল্টা দাবি, বিজেপির সঙ্গে তৃণমূলের নীতিগত লড়াই রয়েছে। দলের অন্দরে কারো ক্ষোভ থাকলে তা দলেই জানানো যেত। তা না করে কেউ বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিলে তা আসলে নৈতিক বিচ্যুতি ছাড়া আর কিছুই নয়।
আরও পড়ুন: ‘দিদি বললেই আমি সক্রিয় হব!’ কুণাল সাক্ষাতের পরেই তৃণমূলে ফেরার জল্পনা উসকে দিলেন শোভন
অন্যদিকে, সিপিএম থেকে বিজেপিতে যোগ দেওয়া লোকাল কমিটির প্রাক্তন সদস্য দয়াময় সিংহর দাবি যেভাবে প্রধানমন্ত্রী ও অমিত শাহর নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে তাতেই উদ্বুদ্ধ হয়ে তিনি বিজেপিতে যোগদান করছেন। তৃণমূল এবং সিপিএম-এর থেকে এই যোগদানের ফলে বিজেপি শক্তিশালী হবে বলে দাবি সাংসদ সৌমিত্র খাঁয়ের। এই যোগদানে ভোটবাক্সে কোনও প্রভাব পড়বে না বলেই দাবি তৃণমূল কংগ্রেস।