Ed raid: বিরাট অভিযানে ইডি! জ্যোতিপ্রিয়-ঘনিষ্ঠদের বাড়িতে হানা! বড় ঘটনা বাংলায়
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
Ed raid: দীর্ঘক্ষণ ডেকে সাড়া পাওয়া যাচ্ছে না। প্রায় একঘণ্টা হল শাহজাহান শেখের বাড়িতে ইডি পৌঁছোলেও ভিতরে ঢুকতে পারেনি।
কলকাতা: রেশন দুর্নীতি মামলায় এবার বড় অভিযানে ইডি। সড়বেরিয়ায় তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে ইডি টিম। বাড়ি ভিতর থেকে বন্ধ। ইডি অফিসাররা ডেকে চলেছেন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে চার দিক থেকে ঘিরে ফেলেছে বাড়ি। তালা ভাঙতে হবে বলছেন ইডি আধিকারিকরা। বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর শ্বশুর বাড়িতে ইডি। তালা ভাঙার চেষ্টা করছে।
দীর্ঘক্ষণ ডেকে সাড়া পাওয়া যাচ্ছে না। প্রায় একঘণ্টা হল শাহজাহান শেখের বাড়িতে ইডি পৌঁছোলেও ভিতরে ঢুকতে পারেনি। বাড়ির বাইরে গ্রামবাসীদের বিক্ষোভ। এরা শাহাজাহানের লোক। সংবাদমাধ্যমের গাড়ি ভেঙে গিয়েছে। অঞ্জন মালাকার নামে আর একজনের বাড়িতে হানা দিয়েছে ইডি। বনগাঁয় শঙ্কর আঢ্যর কর্মচারীর বাড়ি। বনগাঁয় ৪ জায়গায় তল্লাশি।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকাল সাতটা নাগাদ বনগাঁর শিমুলতলায় শঙ্করের শ্বশুরবাড়িতে হানা দেয় ইডি। প্রায় এক ঘণ্টা ধরে সেখানে তল্লাশি অভিযান চলছে। তবে শঙ্কর বাড়ির ভিতরে রয়েছেন কি না, সেই বিষয়ে এখনও জানা যায়নি। সূত্রের খবর, বালুর হাত ধরেই রাজনীতির ময়দানে প্রবেশ করেন শঙ্কর। ২০০৫ সালে প্রথম বনগাঁ পুরসভার কাউন্সিলর হন। পরে বনগাঁ পুরসভার পুরপ্রধান হন। শঙ্করের স্ত্রীও পুরসভার চেয়ারম্যান ছিলেন।
advertisement
সকাল সাতটা নাগাদ সন্দেশখালির সরবেড়িয়ায় শাহজাহানের বাড়ির কাছেও পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল। তবে সেই বাড়ি তালাবন্ধ ছিল। অনেক ক্ষণ ডাকাডাকির পরেও কারও সাড়া না মেলায়, সেই বাড়ির তালা ভাঙার চেষ্টা করেন ইডির তদন্তকারী আধিকারিকরা। সেই সময় বেশ কয়েক জন স্থানীয়ও ঘটনাস্থলে পৌঁছে যান। ইডি আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 05, 2024 9:09 AM IST