Adhir Ranjan Chowdhury: 'বহরমপুরে থেকে ভোটে দাঁড়ান', মমতাকেই চ্যালেঞ্জ অধীরের! বাংলায় অন্ধকারে জোট ভবিষ্যৎ?

Last Updated:

ইন্ডিয়া জোটের শেষ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয়াঙ্কা গান্ধিকে নরেন্দ্র মোদির বিরুদ্ধে বারাণসী থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেন বলে সূত্রের খবর৷

মমতাকে চ্যালেঞ্জ ছু়ড়লেন অধীর৷
মমতাকে চ্যালেঞ্জ ছু়ড়লেন অধীর৷
বহরমপুর: বাংলায় কি কংগ্রেস- তৃণমূল জোট সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে? বৃহস্পতিবার যেভাবে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই বহরমপুরে তাঁর বিরুদ্ধে ভোটে লড়ার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী, তাতে সেই জল্পনাই জোরাল হল৷
ইন্ডিয়া জোটের শেষ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয়াঙ্কা গান্ধিকে নরেন্দ্র মোদির বিরুদ্ধে বারাণসী থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেন বলে সূত্রের খবর৷ এর পাশাপাশি, লোকসভা নির্বাচনে এ রাজ্যে তৃণমূল সর্বোচ্চ দুটি আসন কংগ্রেসকে ছাড়বে বলেও শাসক দল সূত্রে খবর ছড়িয়েছে৷
advertisement
advertisement
এই দুটি বিষয়কে নিয়েই এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়েছেন বহরমপুরের সাংসদ অধীর৷ ঘটনাচক্রে তৃণমূল লোকসভা নির্বাচনে যে দুটি আসন কংগ্রেসকে ছাড়বে বলে খবর, তার মধ্যে একটি অধীরের কেন্দ্র বহরমপুর৷
এ দিন অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি প্রিয়াঙ্কা গান্ধিকে বারাণসী থেকে ভোটে লড়তে বলছেন৷ আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি বহরমপুর থেকে আমার বিরুদ্ধে প্রার্থী হন৷ দেখি কত ‘তাকত’ আপনার!’
advertisement
এখানেই শেষ নয়, অধীর আরও বলেন, ‘বলছে আমাদের নাকি দুটি আসন ছাড়বে! দয়া করছে নাকি? মনে রাখবেন, পর পর দু বার এই দুটি আসনেই আপনাদের হারিয়ে জয়ী হয়েছি আমরা৷ শুধু তাই নয়, অধীর এ দিন দাবি করেছেন বহরমপুর ছাড়াও মালদহ উত্তর এবং দক্ষিণ, পুরুলিয়া, রায়গঞ্জ, বসিরহাট এবং দার্জিলিংয়ের মতো কেন্দ্রেও লোকসভা নির্বাচনে যথেষ্ট শক্তিশালী কংগ্রেস৷ ফলে জোট নিয়ে আলোচনা হলে তৃণমূলের কাছে কংগ্রেস যে এই আসনগুলির ছাড়ার দাবি তুলবে, সেই ইঙ্গিতও দিয়েছেন অধীর৷ বহরমপুরের সাংসদ এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে আরও বলেন, বাঁচতে হলে আপনারই কংগ্রেসকে দরকার হবে৷ এ কথা আজ আমি বলে রাখলাম৷’
advertisement
যদিও অধীরের এই দাবির পাল্টা জবাব দিয়েছে রাজ্যের শাসক দল৷ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘অধীর চৌধুরীর কণ্ঠে বিজেপির ভাষা৷ উনি এতদিন দক্ষিণ কলকাতায় লড়তে আসেননি কেন? এখন বিজেপিকে হারানোর সময়৷কংগ্রেস হাইকম্যান্ড ভেবে দেখুক, তাদের পশ্চিমবঙ্গ ইউনিট এই দ্বিচারিতা করছে কেন?’
অধীরের এ দিনের মন্তব্যের পর এ রাজ্যে লোকসভা নির্বাচনে কংগ্রেস- তৃণমূল জোটের সম্ভাবনা কতটা রইল, তা নিয়েই সংশয়ে রাজনৈতিক মহল৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Adhir Ranjan Chowdhury: 'বহরমপুরে থেকে ভোটে দাঁড়ান', মমতাকেই চ্যালেঞ্জ অধীরের! বাংলায় অন্ধকারে জোট ভবিষ্যৎ?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement