রিনা দেবী সদ্য গঠিত কাঁথি পুরসভার পুরবোর্ডের চেয়ারম্যান ইন কাউন্সিলও৷ কেন্দ্রীয় সরকারের লাগামছাড়া পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাঁথি শহরে যুব তৃণমূল কংগ্রেসের ডাকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, প্রাক্তন সমবায় মন্ত্রী তথা অধ্যাপক জ্যোতির্ময় কর, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাঁথি পুরসভার উপ পুরপ্রধান সুপ্রকাশ গিরি, কাঁথি দেশপ্রাণ ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ কুমার জানা সহ তৃণমূল নেতৃত্বরা।
advertisement
আরও পড়ুন: পিছমোড়া করে বাঁধা হাত, কাঁধ থেকে কোমর জড়ানো সেলোটেপে, এ ভাবে জন্মদিন পালন?
সবার বক্তব্যের পর জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করার কথা জানানো হয়৷ জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য হাতে মাইক্রোফোন তুলে রিনাদেবী৷ এর পরেই বিপত্তির সূত্রপাত৷ জাতীয় সঙ্গীতের প্রথম দিকের কয়েকটি লাইন ঠিকঠাক গাইলেও তার পরই ভুল শব্দের ব্যবহার শুরু করেন রিনাদেবী৷
আরও পড়ুন: সাগরদিঘীতে নাকা চেকিংয়ের সময় যা উদ্ধার হল, চোখ কপালে পুলিশ প্রশাসনের
জাতীয় সঙ্গীতের শেষ অংশে বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গার জায়গায় তিনি যমুনার গঙ্গা বলে ফেলেন৷ এর পর একে একে তব শুভ নামে জাগে-র বদলে তব শুভ আশিস মাঙ্গে, তব শুভ আশিস জাগে-র মতো লাইন গাইতে থাকেন৷ রিনাদেবীর এহেন জাতীয় সঙ্গীত শুনে ততক্ষণে তাঁর পাশে দাঁড়ানো নেতারাও আড়চোখে তাঁর দিকে তাকাতে শুরু করেছেন৷ কেউ কেউ আবার মুখ টিপে হাসছেন৷
রিনাদেবীর এই ভুলে ভরা জাতীয় সঙ্গীতের ভিডিও ভাইরাল হতে দেরি হয়নি৷ ফেসবুক, হোয়াটসঅ্যাপে তা দ্রুত ছড়িয়ে পড়ে৷ গোটা ঘটনায় বেজায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্বও৷ রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি বলেন, 'উনি একজন শিক্ষিকা৷ ওনার তো জাতীয় সঙ্গীতটা ঠিক মতো জানা উচিত৷ দলের তরফে আমরা ওঁকে সতর্ক করেছি৷ জাতীয় সঙ্গীত না জানলে উনি অন্য কাউকে গাইতে বলতে পারতেন৷' এ বিষয়ে অবশ্য রিনাদেবীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷