বৃহস্পতিবার নন্দীগ্রামে প্রচারে নামানো হচ্ছে সিনেমা এবং যাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করা রুমা চক্রবর্তীকে। তৃণমূলেপ পক্ষ থেকেই ইতিমধ্যে প্রচার কৌশলের কথা জানানো হয়েছে৷
আরও পড়ুন: ‘উপমুখ্যমন্ত্রীর পদ দিতে চেয়েছিল’, তৃণমূল ছাড়া নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর
২০১৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের উপর ভিত্তি করে মুক্তি পেয়েছিল বাঘিনী নামে একটি বাংলা ছায়াছবি৷ সেই ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছিলেন রুমা চক্রবর্তী৷ এ ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন কাহিনি অবলম্বনে তৈরি হওয়া যাত্রায় অভিনয় করেছেন তিনি৷ গ্রাম বাংলায় এখনও যাত্রা এবং যাত্রায় শিল্পের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের কদর যথেষ্ট৷ তাই পঞ্চায়েত নির্বাচনের ভোট প্রচারের শেষ দিনে নন্দীগ্রামে রুমা চক্রবর্তীকে প্রচারে নামিয়ে শেষ বেলায় ঝড় তুলতে চাইছে তৃণমূল৷
advertisement
নন্দীগ্রামে পঞ্চায়েত নির্বাচনেও লড়াই যথেষ্ট আকর্ষণীয়৷ শুভেন্দুর বিধানসভা এলাকায় রীতিমতো প্রেস্টিজ ফাইট দুই দলের৷ পঞ্চায়েত নির্বাচনে টিকিট বিলিকে কেন্দ্র করে নন্দীগ্রামেও তৃণমূলের অন্তর্কলহ প্রকাশ্যে এসেছে৷ আবার নিজের বিধানসভায় এলাকায় পায়ের তলার মাটি আলগা হতে দিতে নারাজ বিরোধী দলনেতাও৷ নন্দ্ীগ্রামে নিজে গিয়ে প্রচার করেছেন শুভেন্দু৷ একাধিক জনসভা থেকে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলকে৷ সেই নন্দীগ্রামে মমতার চরিত্রে অভিনয় করা রুমা চক্রবর্তীকে প্রচারে নিয়ে গিয়ে তৃণমূল কতটা সুবিধা আদায় করতে পারে, সেটাই এখন দেখার৷