TRENDING:

TMC: ভোটের আগে বড় ঘোষণা করে দিল তৃণমূল! বড় দায়িত্বে কাকলী, সব্যসাচী! আর কী রদবদল হল জানেন?

Last Updated:

TMC: ত মে মাসেই একাধিক জায়গায় বড় সাংগঠনিক রদবদল করেছিল তৃণমূল কংগ্রেস। দায়িত্ব দেওয়া বাকি ছিল বারাসাত ও দার্জিলিংয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গত মে মাসেই একাধিক জায়গায় বড় সাংগঠনিক রদবদল করেছিল তৃণমূল কংগ্রেস। দায়িত্ব দেওয়া বাকি ছিল বারাসাত ও দার্জিলিংয়ে। এবার বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি করা হল কাকলি ঘোষ দস্তিদারকে। চেয়ারম্যান করা হল সব্যসাচী দত্তকে। তৃণমূলের পক্ষ থেকে নির্দেশিকা দিয়ে জানাল হল।
ভোটের আগে বড় ঘোষণা করে দিল তৃণমূল! বড় দায়িত্বে কাকলী, সব্যসাচী! আর কী রদবদল হল জানেন?
ভোটের আগে বড় ঘোষণা করে দিল তৃণমূল! বড় দায়িত্বে কাকলী, সব্যসাচী! আর কী রদবদল হল জানেন?
advertisement

সূত্রের খবর, শঙ্কর মালাকারকেও সংগঠনের দায়িত্ব দেওয়া হল। তাঁকে রাজ্য কমিটির-সহ সভাপতি করা হল। কাসেম সিদ্দিকীকে করা হল জেনারেল সেক্রেটারি। কাকলি ঘোষ দস্তিদার ও সব্যসাচীর মধ্যে একাধিকবার নানা সমস্যা হয়েছে। সেই দুই জনকেই বারাসাত সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হল, একই সাংগঠনিক জেলার।

আরও পড়ুন: পার্সে থাকা নোট ভাল করে দেখুন, নোটের নম্বরের মাঝে কি স্টার (*) চিহ্ণ আছে? এর মানে কি জানেন? ৯৯% লোকজনই না জেনে বড় ভুল করছেন

advertisement

গত মে মাসে তৃণমূলের পক্ষ থেকে উত্তর কলকাতা-সহ একাধিক জায়গায় বড় সাংগঠনিক রদবদল করা হয়। কলকাতা উত্তরের সভাপতি থাকা সুদীপ বন্দ‍্যোপাধ‍্যায়কে করা হয়েছে চেয়ারপার্সন। এই কোর কমিটিতে রয়েছেন আরও ৯ জন সদস‍্য। এই নয় সদস‍্য হলেন, অতীন ঘোষ, জীবন সাহা, নয়না বন্দ‍্যোপাধ‍্যায়, পরেশ পাল, ড: শশী পাঁজা, সুপ্তি পাণ্ডে, স্বপণ সমাদ্দার, স্বর্ণকমল সাহা, বিবেক গুপ্ত। দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি হলেন সাংসদ পার্থ ভৌমিক।

advertisement

আরও পড়ুন: মাত্র ২.৫ লাখ টাকায় MBBS! ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণের সেরা সুযোগ এই কলেজে, NEET-এর ফল প্রকাশের আগেই জেনে নিন

আরও পড়ুন: বাড়ির দেওয়ালে গজিয়ে উঠেছে বট, অশ্বত্থ? এই ছোট্ট কাজটি করলেই আর গজাবে না গাছ! তুলে ফেলার সবচেয়ে সহজ উপায় জানুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

অন‍্যদিকে, উত্তরবঙ্গেও বড় সাংগঠনিক রদবদল করেছিল তৃণমূল। দার্জিলিং সমতল সরিয়ে দেওয়া হল পাপিয়া ঘোষকে সভাপতি পদ থেকে। মালদার চেয়ারপার্সন ছিলেন সমর মুখোপাধ‍্যায়। তাঁকে সরিয়ে চেয়ারপার্সন করা হল বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকারকে। যদিও দার্জিলিং নিয়ে এখনও কিছু ঘোষনা করেনি শাসক দল।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC: ভোটের আগে বড় ঘোষণা করে দিল তৃণমূল! বড় দায়িত্বে কাকলী, সব্যসাচী! আর কী রদবদল হল জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল