TRENDING:

Howrah News: ভাত-ডাল অতীত! এবার মিড ডে মিলে সপ্তাহে দুদিন মহাভোজ! তবে শুধু এই স্কুলে

Last Updated:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাসে দুইদিন তিথিভোজের আয়োজন করছে স্থানীয় ক্লাব

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিথিভোজের সহযোগিতায় এগিয়ে এল স্থানীয় ক্লাব প্রতিষ্ঠান! বিদ্যালয়ের মিড-ডে-মিলে মাসে দুই দিন তিথিভোজের আয়োজন। সাধারণ খাওয়া-দাওয়ার পরিবর্তে অনেকটা পিকনিকের মত আয়োজন। এতে খুদে ছাত্র-ছাত্রীদের মধ্যে দারুণ উৎসাহ জাগে। অনেক সময় গ্রামাঞ্চলে দেখা মেলে বহু পরিবারে নিয়মিত প্রোটিন সমৃদ্ধ খাবার যোগাতে সমস্যায় পড়ে পরিবার।
advertisement

ছাত্র-ছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বিদ্যালয়ের মিড ডে মিলে তিথিভোজের আয়োজন। এর মাধ্যমে পঠন-পাঠনের আগ্রহ বাড়ছে শিশুদের। ফলে স্কুল ছুটির ঘটনাও কমছে বলেই জানাচ্ছেন শিক্ষক। বিগত কয়েক মাস জেলা জুড়ে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলিতে তিথিভোজ অনুষ্ঠিত হচ্ছে। কোনও ব্যক্তির জন্মদিন বা বিশেষ দিন উপলক্ষে বিদ্যালয়ের তিথি ভোজের ব্যবস্থা করছেন। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তিথিভোজের উদ্যোগ নেওয়া হচ্ছে। এমনি উদ্যোগ পাঁচলার বিকি হকোলা গ্রামে। স্থানীয় ক্লাব প্রতিষ্ঠান বিকি হাকোলা ভ্রাতৃ মিলন সংঘর উদ্যোগে প্রতি মাসের দুই দিন বিদ্যালয়ের মিড ডে মিলে আকর্ষণীয় রান্না খাবার দেওয়ার উদ্যোগ।

advertisement

আরও পড়ুন: এবার কি বন্ধ হয়ে যাবে টোটো আর ই- রিকশা? বড় নির্দেশ পরিবহণ মন্ত্রীর! তুমুল শোরগোল শুরু

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

গত কয়েক মাস সরকারি বিভিন্ন বিদ্যালয়ের তিথিভোজের আয়োজন হচ্ছে। তিথিভোজ মানেই ভাল খাবার। এতে ভীষণ আকর্ষণ ছাত্রছাত্রীদের। বিকি হাকোলা প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রসংখ্যা ১২০ থেকে ১৩০ জন। পাঁচলা বিকি হাকোলা প্রাথমিক বিদ্যালয়ে তিথি ভোজের আয়োজন। ক্লাবের পক্ষ থেকে এই তিথিভোজ আয়োজনের সূচনার দিন হাজির ব্লক মিড ডে মিল সুপারভাইজার নগর চন্দ্র বাগ। তিনি ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

advertisement

প্রসঙ্গে ক্লাব সভাপতি রঞ্জন পাল জানান, “এতে স্কুলের প্রতি আগ্রহ বাড়বে ছেলেমেয়েদের। একই সঙ্গে স্কুলছুট হওয়ার ঘটনাও কমবে। সরকারি স্কুলে প্রকৃত শিক্ষাদানের দিক গুরুত্ব রেখে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে স্থানীয় ক্লাব প্রতিষ্ঠান পক্ষ থেকে। গ্রামের ছেলে মেয়েরা লেখাপড়া শিখুক গ্রামের সরকারি বিদ্যালয়ে।”

সেরা ভিডিও

আরও দেখুন
দিনেদুপুরে হঠাৎ হামলা, কাজে যেতেও ভয়! শিয়ালের তাণ্ডবে অতিষ্ঠ সোনাপলাশী
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: ভাত-ডাল অতীত! এবার মিড ডে মিলে সপ্তাহে দুদিন মহাভোজ! তবে শুধু এই স্কুলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল