Howrah News: এবার কি বন্ধ হয়ে যাবে টোটো আর ই- রিকশা? বড় নির্দেশ পরিবহণ মন্ত্রীর! তুমুল শোরগোল শুরু

Last Updated:

Howrah News: টোটো নিয়ন্ত্রণে এবার বড় পদক্ষেপ পরিবহণ বিভাগের।

+
টোটো

টোটো চলাচলে বড় সিদ্ধান্ত পরিবহন দফতরের

হাওড়া: টোটোর সমস্যায় জেরবার হাওড়া জেলা। পরিস্থিতি এমনই যে নিত্যযাত্রীদের টোটো বা ই-রিকশা যাত্রীর সুবিধা করলেও যানজট সমস্যায় নাভিশ্বাস উঠেছে মানুষের। টোটোর জন্য নিত্যযাত্রীদের যাতে সমস্যা না হয়, সেই কারণে টোটো নিয়ন্ত্রণ করতে নির্দেশ দিয়েছেন পরিবহণ মন্ত্রী। আর তাই টোটো নিয়ন্ত্রণে এবার বড় পদক্ষেপ পরিবহণ বিভাগের।
টোটো নিয়ন্ত্রণে আগেই নির্দেশ জারি করেছে পরিবহণ দফতর। টোটোর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার পাশাপাশি টোটো চালকদের আলাদাভাবে লাইসেন্স করার নির্দেশ পরিবহণ দফতরের। সেই মতো এবার বেআইনি টোটোকে পরিবহণ দফতরের নির্দিষ্ট নিয়মের আওতায় আনার কাজ শুরু করল হাওড়া জেলা প্রশাসন।
পরিবহণ দফতরের নির্দেশে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রেজিস্ট্রিকৃত টোটোগুলি একমাত্র নিজস্ব গ্রাম পঞ্চায়েত এলাকায় যাত্রী বহন করতে পারবে। বিশেষ কয়েকটি ক্ষেত্র ছাড়া সেগুলি এর বাইরে যেতে পারবে না। কোনও ভাবেই জাতীয় সড়ক, রাজ্য সড়ক, বাস চলে এমন রাস্তা এবং বড় রাস্তায় টোটো চালানো যাবে না।
advertisement
advertisement
জেলা প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, এইসব টোটো রেজিস্ট্রেশন করার সময় বাহন পোর্টালের মাধ্যমে চালকের নাম, বাসস্থানের ঠিকানা, আধার বা ভোটার কার্ড জমা দিতে হবে। আরও জানা গিয়েছে, পরিবহণ দফতরের নির্দেশ মতো গ্রামীণ হাওড়ার পঞ্চায়েত এলাকায় সমস্ত বেআইনি টোটো রেজিস্ট্রেশন শুরু হয়েছে। হাওড়া পুরসভা এলাকায় ব্যুরো অফিসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে বিশেষ ফর্ম দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবহণ দফতরের নির্দেশানুসারে টোটোকে নিয়ন্ত্রণ করা হবে বলে জানালেন উলুবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান অভয় কুমার দাস।
advertisement
শুধুমাত্র হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় প্রায় ২০ হাজার টোটো চলে। সেগুলিকে বাহন পোর্টালে আবেদনের ভিত্তিতে রেজিস্ট্রেশন দেওয়া হবে। পুরসভার সূত্রে আরও জানা যায় টোটো গুলি রেজিস্ট্রেশন করতে ইতিমধ্যে নির্দিষ্ট ফর্ম দেওয়া হচ্ছে। ১৩৫টি রুটে টোটো চালানো হবে বলে সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও জানা যাচ্ছে, টোটোয় কী ধরনের ব্যাটারি লাগানো হবে, তা বাহন পোর্টালে উল্লেখ করা হয়েছে।
advertisement
—- রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: এবার কি বন্ধ হয়ে যাবে টোটো আর ই- রিকশা? বড় নির্দেশ পরিবহণ মন্ত্রীর! তুমুল শোরগোল শুরু
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement