Christmas 2025: ক্রিস্টমাস ফেস্টিভ্যাল শুরু রাজ্যে, অ্যালেন পার্ক-সহ জেলায় জেলায় বড়দিনের মজা শুরু
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Raima Chakraborty
Last Updated:
Christmas 2025: অ্যালেন পার্কে উদ্বোধন করে সর্ব ধর্মের বার্তা মুখ্যমন্ত্রীর।
কলকাতা: প্রতি বছরের মতো এবারও অ্যালেন পার্কে ক্রিসমাস ফেস্টিভ্যাল উপলক্ষে সেজে উঠেছে পার্ক স্ট্রিট। উৎসবের সূচনায় সকলকে বড়দিন ও নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ”রাজ্যের বিভিন্ন প্রান্ত সাজিয়ে তোলা হয়েছে। আমরা সকল ধর্মকে সম্মান করি। সব অনুষ্ঠান পালন করি। বাংলা মেলা থেকে খেলা সব পছন্দ করে। পড়ুয়ারা সব অনুষ্ঠানেই আনন্দ করে। বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিট এরিয়া সাজিয়ে তোলা হয়েছে। বড়দিন উপলক্ষে সেখানে অনেকরকম দোকান খোলা হচ্ছে। ৫ জানুয়ারি পর্যন্ত সাজানো থাকবে ওই এলাকা। আমরা সব ধর্মের অনুষ্ঠান পালন করি। এমনিতে মানুষের জীবনে অনেক সমস্যা ও চিন্তা রয়েছে। সেই চিন্তা থেকে মুক্তি দিতে পারে প্রয়োজন রিল্যাক্সেশন আর সেই রিল্যাক্সেশন দিতে পারে একমাত্র উৎসব।”
আরও পড়ুন: তাহেরপুরে প্রধানমন্ত্রীর সভা, শনিবার কল্যাণী-লালগোলা সেকশনে বাড়তি ট্রেনের সুবিধা, যাত্রীরা জানুন সময়সূচি
অ্যালেন পার্ক ছাড়াও রাজ্যের আরও ১৪ টি জায়গায় একসাথে ক্রিসমাস উৎসবের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী।তিনি বলেন ”আমরা সব ধর্মের অনুষ্ঠান পালন করি, আমি উৎসবমুখর কলকাতা দেখে খুব আনন্দ পাই”, অ্যালেন পার্কে বড়দিনের ১৫তম উৎসবে এমন কথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
বিরোধীদের এক হাত নিয়ে তিনি বলেন, ”অনেকেই বাংলার বদনাম করার চেষ্টা করে। আমরা ধর্ম নির্বিশেষে সব উৎসব পালন করি। আমরা ধর্ম নির্বিশেষে সব উৎসব পালন করি। বাংলার মানুষ শান্তিপ্রিয় ও উৎসব প্রেমী। আশা করছি সব ঠিক থাকবে। খুব ভালো ভাবে এই অনুষ্ঠান করুন। দার্জিলিঙে যেভাবে করছেন খুব ভাল লাগছে। মানুষকে আনন্দে রাখা উচিত। উৎসব আমাদের প্রশস্তি, আনন্দ, ভাল খাবার, উৎসাহ দিতে পারে। সুষ্ঠভাবে গোটা উৎসব পরিচালনা করবে পুলিশ। প্রশাসনের ব্যস্ততা থাকলেও মানুষের স্বার্থে এই কয়েকদিন সবদিকে নজর রাখতে হবে।”
advertisement
advertisement
আরও পড়ুন: ২৩৩৮ স্কুল আর থাকছে না উচ্চ প্রাথমিক স্তরে, প্রাথমিকের আওতায় আনা হল পঞ্চম শ্রেণিকে! জানুন
এবার শুধুমাত্র কলকাতায় নয়, দার্জিলিং, কালিম্পং, আসানসোল, জলপাইগুড়ি, চন্দননগর, ব্যান্ডেল, কৃষ্ণনগর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বারুইপুর, আলিপুরদুয়ার, হাওড়া সহ বিধাননগরে ক্রিসমাস ফেস্টিভ্যাল পালন করা হবে। ২০১১ সাল থেকে ‘ক্রিসমাস ফেস্টিভ্যাল’ করা হচ্ছে। এই বছর ১৫ বছরে পদার্পণ করল এই ফেস্টিভ্যাল। ১৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। শুধু ২৪ ও ২৫ তারিখ অ্যালেন পার্কের সামনের রাস্তা বন্ধ রাখা হবে। সেখানে শুধু হাঁটা যাবে। অ্যালেন পার্কের এই রাস্তা সেই সময়ে ওয়াকিং স্ট্রিট হয়ে যাবে। ৫ জানুয়ারি এই ফেস্টিভ্যাল শেষ হবে। এই ফেস্টিভ্যালে অনেক ধরনের ফুড স্টলের ব্যবস্থা থাকবে। এর মাঝে অনেক কালচারাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 19, 2025 5:08 PM IST










