TRENDING:

তিলপাড়া ব্যারেজে ফের ভাঙন, বিপর্যস্ত যান চলাচল

Last Updated:

বীরভূমের তিলপাড়া ব্যারেজে ফের ভাঙন, হঠাৎই ভেঙে পড়ল ওয়াটার ডিভাইডারের একাংশ, থমকে গেল যান চলাচল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই:  বীরভূমের তিলপাড়া ব্যারেজ যেন বিপর্যয়ের দ্বারপ্রান্তে! বৃহস্পতিবার দিন যে চারটি ওয়াটার ডিভাইডারে ফাটল ধরা পড়ে তার একাংশ ঝুলে পড়েছিল, তার মধ্যে একটি এ দিন হঠাৎই ভেঙে পড়েছে। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে আসেন জেলা শাসক বিধান রায়-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।এরপরেই শুরু হয় জরুরি বৈঠক। সেখানেই প্রশ্ন ওঠে, কিভাবে রক্ষা করা যাবে এই ব্যারেজ?
advertisement

জানা গেছে, ওয়াটার ডিভাইডারের নিচে থাকা ব্রিজের ডাউনস্ট্রিম অংশ নৌকার মতো বেঁকে গেছে এবং একাধিক জায়গায় ফাটল ধরা পড়েছে। পরিস্থিতি ক্রমশ খারাপ হওয়ায় যান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। ইতিমধ্যেই ট্রাফিক ডাইভারশন করা হয়েছে এবং ভারী যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন: খরচ প্রায় ২১ কোটি! তিলপাড়া ব্যারেজ সংস্কারে সাহায্য করছে আই আই টি রুরকি, পরিদর্শনে CWC

advertisement

জেলাশাসক বিধান রায় জানালেন, “ডাউনস্ট্রিমে ফাটল ধরা পড়েছে। আইআইটি বিশেষজ্ঞ এনে পরিদর্শন করানো হয়েছে। তাঁর পরামর্শ অনুযায়ী জরুরি মেরামতির কাজ আগামী এক-দুই দিনের মধ্যেই শুরু হবে। পরে হবে স্থায়ী সমাধান।”

View More

তিনি আরও জানান, ভারী যান চলাচলের কারণে ও জেলার খনিজ পরিবহণের প্রয়োজনীয়তা বিবেচনা করে ট্রাফিক ডাইভারশন করা হয়েছে, তবে শীঘ্রই হালকা যানবাহন বিকল্প পথে চালানো হতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তিলপাড়া ব্যারেজের অবস্থা অবনতির দিকে যাচ্ছিল, কিন্তু কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় আজ পরিস্থিতি আরও গুরুতর হয়েছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
তিলপাড়া ব্যারেজে ফের ভাঙন, বিপর্যস্ত যান চলাচল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল