জানা গেছে, ওয়াটার ডিভাইডারের নিচে থাকা ব্রিজের ডাউনস্ট্রিম অংশ নৌকার মতো বেঁকে গেছে এবং একাধিক জায়গায় ফাটল ধরা পড়েছে। পরিস্থিতি ক্রমশ খারাপ হওয়ায় যান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। ইতিমধ্যেই ট্রাফিক ডাইভারশন করা হয়েছে এবং ভারী যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
আরও পড়ুন: খরচ প্রায় ২১ কোটি! তিলপাড়া ব্যারেজ সংস্কারে সাহায্য করছে আই আই টি রুরকি, পরিদর্শনে CWC
advertisement
জেলাশাসক বিধান রায় জানালেন, “ডাউনস্ট্রিমে ফাটল ধরা পড়েছে। আইআইটি বিশেষজ্ঞ এনে পরিদর্শন করানো হয়েছে। তাঁর পরামর্শ অনুযায়ী জরুরি মেরামতির কাজ আগামী এক-দুই দিনের মধ্যেই শুরু হবে। পরে হবে স্থায়ী সমাধান।”
তিনি আরও জানান, ভারী যান চলাচলের কারণে ও জেলার খনিজ পরিবহণের প্রয়োজনীয়তা বিবেচনা করে ট্রাফিক ডাইভারশন করা হয়েছে, তবে শীঘ্রই হালকা যানবাহন বিকল্প পথে চালানো হতে পারে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তিলপাড়া ব্যারেজের অবস্থা অবনতির দিকে যাচ্ছিল, কিন্তু কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় আজ পরিস্থিতি আরও গুরুতর হয়েছে।