পুলিশ জেলার পক্ষ থেকে এদিন জানানো হয়েছে, উৎসবে ভিড়ের মাঝে কোনও শিশু যাতে হারিয়ে না যায় তার জন্য আড়াই হাজার শিশুদের আইডি কার্ড তৈরি করা হয়েছে। পাশাপাশি নারী সুরক্ষায় স্পেশাল মহিলা পুলিশ মোতায়েন থাকবে জেলায়। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য গঠন করা হয়েছে তিনটি কুইক রেসপন্স টিম।
advertisement
উৎসব চলাকালীন পুরো জেলা থাকবে কড়া নিরাপত্তায় মোড়া। সোশ্যাল মিডিয়ার উপরেও নজরদারি চলবে। আর সেই কাজের জন্য বিশেষ যন্ত্র ব্যবহার করা হচ্ছে। ট্রাফিক নিয়ন্ত্রণে প্রায় সাড়ে তিন হাজার সিভিক পুলিশ ও হোমগার্ড মোতায়েন রাখা হচ্ছে। নজরদারির জন্য বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরার পাশাপাশি ব্যবহার করা হবে ড্রোন।
আরও পড়ুনঃ চতুর্থীতে প্যান্ডেল হপিংয়ের মাঝেই বিপত্তি! টাকি রোডে ভেঙে পড়ল মণ্ডপের মস্ত গেট, আহত টোটো চালক
এমনকি জেলার বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন থাকবে। প্রতি বছরের মতো এই বছরও প্রকাশ করা হয়েছে পুজো গাইড ম্যাপ ও আপৎকালীন ফোন নম্বরের বই। এছাড়া পুরো জেলায় ডিজে বক্স ব্যবহারে কড়াকড়ি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর ডায়মন্ড হারবার পুলিশ জেলা।