শনিবার সকালে কুয়াশা এবং ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে দেবীপুর গ্রাম থেকে চার কিলোমিটার দূরে বৈকণ্ঠপুর গ্রামের ধান জমিতে বাঘের পায়ের ছাপ দেখে যায়। এরপর সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের জয়েন্ট ডিরেক্টর রাজা দত্ত এবং দক্ষিণ ২৪ পরগনার জেলা বনবিভাগের আধিকারীক নিশা গোস্বামীর নেতৃত্বে একটি দল গঠন করা হয়। এরপর ওই এলাকায় বাঘের খোঁজে শুরু হয় তল্লাশি। অবশেষে বনদফতরের কর্মীদের সামনেই লোকালয় থেকে খাল পার হয়ে পুনরায় জঙ্গলে চলে যায় বাঘ।
advertisement
দক্ষিণ ২৪ পরগনা জেলার বনবিভাগের সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে নদফতরের কাছে খবর আসে এলাকায় বাঘ ঢুকেছে এরপর তল্লাশি অভিযান চালানো হয়। এবং বাঘের গতি প্রকৃতির উপর নজর রাখা হয় পায়ের ছাপ দেখে। পাশাপাশি জঙ্গল লাগোয়া যে সমস্ত লোকালয় রয়েছে, সেই সব লোকালয়ে জাল দিয়ে ঘিরে রাখার প্রক্রিয়ায় ইতিমধ্যেই শুরু করা হয়েছে। বিভিন্ন সময় জাল ছিড়ে যায়। এই ছেঁড়া জাল থেকে খাল কিংবা নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে বাঘ।
সুমন সাহা