ফুটেজ ভাইরাল হওয়ার পর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। অনেকেই ভেবেছিলেন, এটি সত্যিকারের বাঘ। তবে, স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করতে এগিয়ে আসেন বেলডাঙ্গা ব্লক ২-এর বিডিও তুহিন কান্তি ঘোষ এবং সদর এসডিও শুভঙ্কর রায়। জানানো হয়, “এই প্রাণীটি কোনো বাঘ নয়। এটি আসলে একটি ‘ফিশিং ক্যাট’ বা বাংলায় যাকে বলে বাঘরোল। এটি অনেকটা বাঘের মতো দেখতে হলেও একেবারেই ক্ষতিকারক নয়। সাধারণত এই প্রাণী মাছ খায় এবং মানুষের কোনো ক্ষতি করে না। তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।” সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় বলেন, “আমরা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আশ্বস্ত করছি, এটা নিয়ে কেউ গুজব ছড়াবেন না। বাঘরোল প্রকৃতপক্ষে নিরীহ প্রাণী।”
advertisement
প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, এলাকাবাসীদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এটি ছিল নিছকই একটি ভুল বোঝাবুঝি। তবে এলাকার মানুষ এখন অনেকটাই শান্ত।