TRENDING:

West Bengal News: 'দুটো দেখেছি...', ক্ষতবিক্ষত ছাগলের দেহ, লালগড়ের জঙ্গলে তবে কি!

Last Updated:

West Bengal News: স্থানীয় মানুষজন জানিয়েছেন, ২০১৮ সালেও এমন ঘটনা ঘটেছিলে। শেষ পর্যন্ত লালগড়ে মিলেছিল বাঘের উপস্থিতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লালগড়: ২০১৮ সালের স্মৃতি ফিরে এল লালগড়ে। ফের লালগড়ের জঙ্গলে বাঘ-আতঙ্ক দেখা দিয়েছে। আতঙ্কে শিহরিত একের পর এক গ্রাম। গত কয়েকদিন ধরেই লালগড়ের জঙ্গলে মিলেছিল অজানা জন্তুর পায়ের ছাপ (West Bengal News)। লক্ষ্মণপুর, কুমুরকাটা সহ লাগোয়া জঙ্গলজুড়ে অজানা পশুর পায়ের ছাপ মিলেছে। ইতিমধ্যেই খাঁচা পাতার তোড়জোড় শুরু করেছে বন দফতর।
লালগড়ে আতঙ্ক
লালগড়ে আতঙ্ক
advertisement

স্থানীয় মানুষজন জানিয়েছেন, ২০১৮ সালেও এমন ঘটনা ঘটেছিলে। শেষ পর্যন্ত লালগড়ে মিলেছিল বাঘের উপস্থিতি। গত কয়েকদিন ধরে ফের ওই এলাকায় মিলছে অজানা জন্তুর পায়ের ছাপ। শুধু তাই নয়, জঙ্গলে উদ্ধার হয়েছে একটি ছাগলের নব্বই ভাগ খাওয়া দেহ। লালগড় জঙ্গলের কন্যাবালি গ্রাম লাগোয়া জঙ্গলে এমন দেহ উদ্ধার সহ বড় বড় পায়ের ছাপও দেখা যায়। সেই ছাপে কোনও নখের দাগ না থাকায় পুরানো স্মৃতি উসকে দিয়ে সেই বাঘের আতঙ্ক।

advertisement

আরও পড়ুন: বাংলার জেলায়-জেলায় বৃষ্টি! আরও আশঙ্কার পূর্বাভাস আবহাওয়া দফতরের

কন্যাবালি গ্রামের বাসিন্দা বিমলা মাহাতো নামে এক বৃদ্ধা জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়ে একজোড়া বড় আকারের জন্তু দেখতে পান বলে দাবি করেছেন। তাদের গায়ে ছোপ ছোপ দাগ রয়েছে। হাতের কাঠারি উঁচিয়ে চিৎকার করলে জন্তু দু’টো গভীর জঙ্গলে গা ঢাকা দেয় বলে দাবি বৃদ্ধার। সেই একই জায়গায় ছাগলের দেহাংশ পাওয়া গিয়েছে।

advertisement

আরও পড়ুন: বিকেলে নেতাজির হলোগ্রাম মূর্তি উদ্বোধন মোদির, ফের জাতীয় ছুটি ঘোষণার দাবি মমতার

সেরা ভিডিও

আরও দেখুন
ইমেল, হোয়াটসঅ্যাপের ‌যুগে হঠাৎ রানারের দেখা! হচ্ছে টা কী বাগনানে!
আরও দেখুন

লালগড় জঙ্গলে বুনো শুয়োর সহ নানা পশু রয়েছে। সেই জঙ্গলেই ২০১৮ সালে মিলেছিল বাঘ। যদিও বাঘটিকে বাঁচানো সম্ভব হয়নি। শিকার পর্বতে সেই বাঘটিকে হত্যা করা হয়েছিল। এমন দুঃখ জনক ঘটনাতে সতর্ক হয়ে এবার আগে থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে প্রশাসন। বন দপ্তরের একটি গাড়িতে করে জাল নিয়ে যাওয়া হয়েছিল। জঙ্গলে ঘুরে ওই জন্তুর খোঁজ চালাচ্ছে তারা। দেখতে পেলে জালবন্দি করার জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: 'দুটো দেখেছি...', ক্ষতবিক্ষত ছাগলের দেহ, লালগড়ের জঙ্গলে তবে কি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল