দক্ষিণবঙ্গে বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টি চলবে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। উত্তর বাংলাদেশ ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি রাজ্যজুড়ে। পশ্চিমী ঝঞ্ঝা পূর্বদিকে সরছে। ঝঞ্ঝার শীতল হাওয়া সাগর থেকে আসা গরম পূবালী হাওয়ার সংস্পর্শে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। এই মেঘ থেকেই বৃষ্টি ও শিলা বৃষ্টির সম্ভাবনা।
একটানা বৃষ্টি ও শিলাবৃষ্টিতে শীতকালীন চাষের ক্ষতি হতে পারে। সবজি চাষ ও আলু চাষে ক্ষতির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গে শিলাবৃষ্টি ও মাঝারি বৃষ্টির প্রভাবে ধ্বস নামতে পারে। কৃষি জমিতে যাতে জল না জমে সেই ব্যবস্থা করার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। প্রয়োজনীয় ফসল কেটে বা তুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী কয়েকদিন কৃষি জমিতে জীবাণুনাশক স্প্রে না করার পরামর্শও দেওয়া হয়েছে।