পরিবার সূত্রে জানা যায়, এদিন সকালে অয়ন হাতে বিস্কুট নিয়ে বাড়ির সামনে রাস্তার ধারে খেলছিল। হঠাৎই কোথা থেকে একটি রক্তচক্ষু পথকুকুর এসে শিশুটির উপর ঝাঁপিয়ে পড়ে। আচমকা আক্রমণে অয়ন কিছু বুঝে ওঠার আগেই কুকুরটি তার কপালের মাংস ছিঁড়ে নেয়। অয়নের চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসেন। প্রথমে তাঁর ঠাকুমা, পরে কাকা এসে শিশুটিকে কুকুরের মুখ থেকে ছাড়ানোর চেষ্টা করেন।
advertisement
অয়নের কাকা জানান, “আমার মা ছুটে গিয়ে ওকে টানার চেষ্টা করেন। আমি দৌড়ে গিয়ে তাঁকে সাহায্য করি। না ছুটে গেলে পুরো মুখটাই নষ্ট করে দিত কুকুরটা। এতটাই ভয়ঙ্কর ভাবে কামড়াচ্ছিল।” শিশুটিকে ছাড়াতে গিয়ে তিনিও পথকুকুরের কামড়ে জখম হন বলে জানিয়েছেন। রক্তাক্ত অবস্থায় অয়নকে দ্রুত কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটির কপালের উপর গভীর ক্ষত রয়েছে। ইনজেকশন ও প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয়েছে। শিশুটির অবস্থা আপাতত স্থিতিশীল হলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এই ঘটনার পর।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দাদের দাবি, একই পথকুকুর কয়েকদিন আগেও এক মহিলাকে কামড়েছিল। এমনকি একটি ছাগলকেও আক্রমণ করেছে বলে জানা গিয়েছে। এদিনের ঘটনার পর স্থানীয়দের বক্তব্য, গ্রামে ছোট শিশুদের সংখ্যা বেশি। যে কুকুর আগে থেকেই কামড়াচ্ছে, তাকে ধরে না রাখলে আরও বড় বিপদ ঘটতে পারে। শিশু দিবসের সকালেই এমন ভয়াবহ ঘটনায় ক্ষুব্ধ ও আতঙ্কিত এলাকার মানুষ। শিশুটির সুস্থতা কামনায় এখন প্রার্থনায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।






