TRENDING:

একই পরিবারে পরপর ৩ জনের মৃত্যু! ভয়ে কাঁটা গোটা গ্রাম, কারণ জানতেই চক্ষু চড়কগাছ

Last Updated:

আতঙ্কে কাঁটা প্রতিবেশীরাও। কোনও অশরীরীর প্রভাবে নয়, অসুখেই মৃত্যু হয়েছে ওই তিন জনের এই দাবী তুলে গ্রামের মানুষের মন থেকে কুসংস্কার দূর করতে মাঠে নেমেছে স্থানীয় পুলিশ, প্রশাসন ও বিজ্ঞান মঞ্চের কর্মীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: একই পরিবারে গত তিন বছরে পরপর তিন জনের মৃত্যু, ভূতের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে গোটা গ্রামকে, আতঙ্ক কাটাতে ময়দানে পুলিশ, প্রশাসন ও বিজ্ঞান মঞ্চ
Representative Image: Image Generated by AI
Representative Image: Image Generated by AI
advertisement

গত তিন বছরে পরপর একই পরিবারে মৃত্যু হয়েছে তিন জনের। আর তাতেই ভূতের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে গোটা গ্রামের মানুষকে। আতঙ্কে ইতিমধ্যেই মৃতদের পরিবারের অন্যান্য সদস্যারা আশ্রয় নিয়েছে অন্যত্র। আতঙ্কে কাঁটা প্রতিবেশীরাও। কোনও অশরীরীর প্রভাবে নয়, অসুখেই মৃত্যু হয়েছে ওই তিন জনের এই দাবী তুলে গ্রামের মানুষের মন থেকে কুসংস্কার দূর করতে মাঠে নেমেছে স্থানীয় পুলিশ, প্রশাসন ও বিজ্ঞান মঞ্চের কর্মীরা।

advertisement

বাঁকুড়ার ইন্দপুর ব্লকের ভেদুয়াশোল গ্রাম পঞ্চায়েতের বাঁশকেটিয়া গ্রামের কৃষিজীবী এক পরিবারে পরপর তিন বছরে মৃত্যু হয় তিন জনের। প্রথমে মারা যান রমেশ বাউরী। গতবছর মৃত্যু হয় রমেশের দাদা সোমেশ বাউরীর। সম্প্রতি মারা যায় রমেশের ভাইপো বছর আঠারোর  দেবব্রত বাউরী। দেবব্রতর মৃত্যুর পরই আতঙ্ক চেপে বসে এলাকায়। শুধু মৃতের পরিবারই নয় প্রতিবেশীদেরও ধারণা হয় কোনও অশরীরীর কূদৃষ্টিতেই এমন ঘটনা ঘটছে। মাঝেমধ্যে মৃতদের পরিবারে ভৌতিক কর্মকাণ্ডও ঘটতে থাকে বলে দাবি করতে থাকে প্রতিবেশীদের একাংশ। এই ঘটনায় আতঙ্কিত হয়ে ভয়ে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেন মৃতদের পরিবার। আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রতিবেশীদের মধ্যেও।

advertisement

আরও পড়ুনNew Dress @Rs 5: মাত্র ৫ টাকাতেই নতুন জামা! ব্যারাকপুরে সিভিক ভলেন্টিয়ারের গরিব বাজার ফেলল সাড়া

ঘটনার খবর পেয়ে এলাকায় যায় স্থানীয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। গ্রামে গিয়ে গ্রামবাসীদের বুঝিয়ে আতঙ্ক দূর করার চেষ্টা চালান বিজ্ঞান মঞ্চের কর্মী ও স্থানীয় বিজ্ঞান কর্মীরা। পরপর এই মৃত্যুর সঙ্গে কোনও ভৌতিক বা অশরীরীর সম্পর্ক নেই বরং অসুখের কারনেই তাঁদের মৃত্যু হয়েছে যুক্তি দিয়ে তা বোঝানোর চেষ্টা করেন পুলিশ, প্রশাসনের আধিকারিক ও বিজ্ঞান মঞ্চের কর্মীরা। গুজব ছড়ালে প্রয়োজনীয় আইনি  পদক্ষেপ করার হুঁশিয়ারিও দেন তাঁরা।

advertisement

প্রিয়ব্রত গোস্বামী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
একই পরিবারে পরপর ৩ জনের মৃত্যু! ভয়ে কাঁটা গোটা গ্রাম, কারণ জানতেই চক্ষু চড়কগাছ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল