New Dress @Rs 5: মাত্র ৫ টাকাতেই নতুন জামা! ব্যারাকপুরে সিভিক ভলেন্টিয়ারের গরিব বাজার ফেলল সাড়া

Last Updated:

উদ্দেশ্য একটাই, অভাবী মানুষের মুখে হাসি ফোটানো। নিজের ছোটোবেলার অভাব অনটনের কথা ভেবেই এই উদ্যোগে নেমেছেন সিভিক ভলেন্টিয়ার অমিত।

+
News18

News18

উওর ২৪ পরগনা: মাত্র ৫ টাকাতেই এই বাজারে মিলছে নতুন জামাকাপড়! রাজ্যের বিভিন্ন প্রান্তে সিভিক ভলেন্টিয়ার নিয়ে যখন বিতর্ক লেগেই থাকে, কখনও রাস্তাঘাটে ঘুষ নেওয়া, কখনও প্রভাব খাটানোর অভিযোগ। সেই সময়েই যেন ব্যতিক্রমী নজির গড়লেন ব্যারাকপুর কমিশনারেটের নিমতা থানার সিভিক ভলান্টিয়ার অমিত সরকার। তাঁর গরিব বাজারের মানবিক উদ্যোগ সারা ফেলে দিয়েছে গোটা ব্যারাকপুর কমিশনারেট এলাকায়।
অমিতের দোকানে মাত্র ৫ থেকে ১৫ টাকার মধ্যে মিলছে একেবারে নতুন জামাকাপড়। উদ্দেশ্য একটাই, অভাবী মানুষের মুখে হাসি ফোটানো। নিজের ছোটোবেলার অভাব অনটনের কথা ভেবেই এই উদ্যোগে নেমেছেন সিভিক ভলেন্টিয়ার অমিত।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
কীভাবে সম্ভব এত কম দামে নতুন জামা দেওয়া! বিরাটি, বিশরপাড়া এলাকায় একাধিক গেঞ্জি কারখানায় গিয়ে অল্প দামে কাপড় কিনে নিয়ে এসে অমিত ও তাঁর স্ত্রী মধুমিতা নিজেরাই উদ্যোগী হয়ে সেলাই করে জামা-কাপড় তৈরি করে তা বিক্রি করেন ওই দোকানে। দোকান খোলা থাকে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। অমিতের স্ত্রী মধুমিতা সরকারও পেশায় সিভিক ভলান্টিয়ার। তিনি বারাসতে কর্মরত। ডিউটি শেষ করে অবসর সময় তিনি স্বামীকে সাহায্য করেন। তার গরীব বাজারে সাজিয়ে রাখা আছে নানা রঙের নতুন জামা। কাজের ফাঁকে, অর্থাৎ চাকরি শেষে অবসর সময়ে মহৎ উদ্দেশ্য নিয়েই এই দোকান চালান অমিত ও তার স্ত্রী।
advertisement
তাঁর এই নিঃস্বার্থ উদ্যোগ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বহু মানুষ অমিতের এই চিন্তা ভাবনাকে কুর্নিশ জানিয়েছেন। কেউ কেউ পাশেও দাঁড়াতে চাইছেন তার। রাজ্য প্রশাসন এবং সমাজকর্মীদের পক্ষ থেকেও অমিতের মানবিক এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। অনেকেই মনে করছেন, এই ধরনের কাজ সমাজে পুলিশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে অনেকটাই সাহায্য করবে। স্পেশাল সিভিক ভলেন্টিয়ার অমিতের গরিব বাজার তাই হয়ে উঠেছে বহু মানুষের কাছে – মূল্য নয়, হৃদয়ের বাজার।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
New Dress @Rs 5: মাত্র ৫ টাকাতেই নতুন জামা! ব্যারাকপুরে সিভিক ভলেন্টিয়ারের গরিব বাজার ফেলল সাড়া
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement