Monkey drinking ORS: ঝাড়গ্রামে ওষুধের দোকানে বসে ORS খেল অসুস্থ হনুমান, চারিদিকে হুলুস্থুল

Last Updated:

গত দুইদিন ধরে ঝাড়গ্রামে অসুস্থ একটি হনুমান, এর দোকানে ওর দোকানের সাহায্য চেয়ে বেড়াচ্ছে সে। হঠাৎ ওষুধের দোকানে যেতেই ওআরএস দেওয়া হয় তাকে। 

+
ওষুধের

ওষুধের দোকানে হনুমানের ওআরএস খাওয়ার ছবি 

ঝাড়গ্রাম: ওষুধের দোকানে বসে ওআরএস হনুমান খাচ্ছে, হ্যাঁ ঠিকই শুনেছেন ওষুধের দোকানে বসেই ওআরএস খাচ্ছে হনুমান। ঝাড়গ্রামের এই ছবিটাই নেট দুনিয়ায় ভাইরাল, ঠিক হলটা কি? চিকিৎসার সাহায্য চেয়ে ওষুধের দোকানেই হাজির হনুমান। ঝাড়গ্রামে কী এমন হল হনুমানের, হঠাৎ কেন স্থানীয় বাজারের দোকানে দোকানে ঘুরে বেড়াছে এই প্রাণীটি। যে প্রাণী মানুষ দেখলে দাঁত খিঁচে তেড়ে আসে সেই প্রাণীর হঠাৎ মানুষের ছত্রছায়ায়, আর মানুষের কাছে আসতেই সন্দেহ দানা বাঁধে স্থানীয় দোকানদারদের।
অবলা প্রাণীটি মুখে কথা না বলতে পারলেও আব ভাব দেখে স্থানীয়রা অনুমান করতে পারেন যে সে অসুস্থ। খবর দেওয়া হয় বনদফতর। তীব্র দাবদাহের ভ্যাপসা গরমে পুড়ছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া প্রায় ৪০ ডিগ্রি তাপমাত্রা। মঙ্গলবার সকালে ঝাড়গ্রামের কলেজ মোড়ের কাছে অসুস্থ হয়ে পড়ল গাছের এডাল থেকে ওডাল ঘুরে বেড়ানো একটি পূর্ণবয়স্ক হনুমান।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
অভিযোগ খবর পাওয়ার প্রায় দু’ঘণ্টা পর ঘটনাস্থলে আসেন বনদফতরের কর্মীরা। কিন্তু তারা হনুমানটির চিকিৎসা না করে পালিয়ে যায় এলাকা থেকে। চিকিৎসা করাতে বনদফতর না এগিয়ে এলেও স্থানীয় দোকানদারেরা তার সেবা সুশ্রূষা করেন। স্থানীয়রাও অসুস্থ হনুমানটিকে জল প্রদান করে।
advertisement
বুধবার দুপুরে চিকিৎসা চেয়ে হনুমান নিজেই হাজির ওষুধের দোকানে। ঝাড়গ্রামের ঘোষ মেডিক্যাল নামক একটি ওষুধের দোকানে হাজির হয় পূর্ণ বয়স্ক হনুমানটি। দোকানদারেরা একটু হতচকিত হয়ে যান। ফ্যানের বাতাস সঙ্গে ঠান্ডা পানীয় জল ও ওআরএস দেয়। যা খায় ওই হনুমানটি। আর নিমিষের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে গোটা শহরজুড়ে।
advertisement
তন্ময় নন্দী 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Monkey drinking ORS: ঝাড়গ্রামে ওষুধের দোকানে বসে ORS খেল অসুস্থ হনুমান, চারিদিকে হুলুস্থুল
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement