সূত্র মারফত জানা যায় ওই এলাকায় জাতীয় সড়কের একটি লেন সংস্কারের জন্য বন্ধ রয়েছে এবং অন্য লেন দিয়ে দুই দিকের গাড়ি যাওয়া আসার ব্যবস্থা করা হয়েছিল। এদিন বিকেলে বহরমপুর থেকে কৃষ্ণনগরগামী একটি বাস আসছিল এবং কৃষ্ণনগর থেকে বহরমপুরগামী একটি বাস যাচ্ছিল।
সেই সময় ধুবুলিয়া থানার অন্তর্গত বাহাদুরপুর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়ানক হয়েছিল যে আশেপাশের স্থানীয়রা ছুটে আসে ঘটনাস্থলে। প্রাথমিকভাবে তারাই পুলিশের খবর দেয় এবং আহতদের উদ্ধার করতে সাহায্য করে। তড়িঘড়ি আহতদের কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা এক শিশুসহ তিন জনকে মৃত বলে ঘোষনা করেন এবং জানা যাচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
advertisement
আরও পড়ুন- লাইফ জ্যাকেটে ছাড় নয়, দিঘায় স্পিডবোটে চড়ার আগে জরুরি নিয়ম জানুন
উল্লেখ্য, লাগাতার বেড়েই চলেছে জাতীয় সড়কে দুর্ঘটনা। কখনও মোটরবাইক আরোহী কিংবা কখনও পথচারী আর এবার সরাসরি বাসে থাকা যাত্রীরা এই দুর্ঘটনার শিকার হয়, যাতে প্রাণ হারায় এক শিশুসহ দুইজন। স্বাভাবিকভাবেই এই দুর্ঘটনার জেরে মর্মান্তিক মৃত্যু হওয়া বাসের যাত্রীদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার তদন্তে ধুবুলিয়া থানার পুলিশ।






