Digha: জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই দিঘার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। প্রতিদিনি কাতারে কাতারে পর্যটকদের ঢল নামছে দিঘায়। দূরদূরান্ত থেকে মানুষ আসছেন সমুদ্র দেখতে। সপ্তাহান্তে তো ভিড় সামলানোই দায় হয়ে পড়ছে প্রশাসনের। দিঘার সমুদ্র মানেই পর্যটকদের কাছে এক আলাদা উন্মাদনা। আর এখন দিঘা ভ্রমণে পর্যটকদের প্রধান আকর্ষণ স্পিডবোট রাইড। সমুদ্রের বুকে স্পিডবোটে চেপে ছুটে চলা আর মাঝ সমুদ্রে গিয়ে ছবি তোলা। এই অভিজ্ঞতা নিতে মুখিয়ে থাকেন পর্যটকেরা। তাই সকাল থেকে সন্ধে পর্যন্ত স্পিডবোট চড়ার লম্বা লাইন চোখে পড়ে। তবে আনন্দের মাঝেই লুকিয়ে থাকে বড় বিপদের আশঙ্কা।
Last Updated: Jan 07, 2026, 19:35 IST


