প্রতিযোগিতার আয়োজক বারাবন মিলন সংঘ। টানটান উত্তেজনায় ভরপুর খেলাটি দেখতে মাঠে ভিড় জমায় কয়েক হাজার দর্শক। ম্যাচের একমাত্র গোলেই জয় ছিনিয়ে নেয় ভালুকতোড়। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেয় বীরভূম, দু’ই বর্ধমান ও ঝাড়খণ্ডের মোট ১৬টি দল। বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হয় ১ লক্ষ ১ হাজার টাকা ও একটি আকর্ষণীয় ট্রফি। রানার্স দল পায় ৭৫ হাজার টাকা ও ট্রফি। এ ছাড়াও ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য ম্যাচ এবং বেস্ট গোলকিপার এই তিন বিভাগে সেরা খেলোয়াড়দের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন অতিথিরা।
advertisement
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান, সমাজসেবী শঙ্কর গড়াই, মান্নান হোসেন খান, এবং স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী সেখ আক্তার প্রমুখ। উৎসবমুখর পরিবেশে খেলার পাশাপাশি বসে তিন দিনের বিশাল গ্রামীণ মেলা। যেখানে গ্রামের প্রতিটি বাড়িতে আত্মীয়-স্বজনের সমাগমে সৃষ্টি হয় উৎসবের আবহ। যেন ঈদ বা দুর্গাপুজার আনন্দে মেতে ওঠে গোটা বারাবন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আয়োজক ক্লাবের সভাপতি সেখ রকিব ও সম্পাদক নিজামুদ্দিন খান জানান, ভবিষ্যতেও এই প্রতিযোগিতা আরও বড় আকারে আয়োজনের পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে শঙ্কর গড়াই ঘোষণা করেন, খেলার মাঠের উন্নতির জন্য তিন লক্ষ টাকা অনুদান দেবেন, যা মাঠের পরিকাঠামো উন্নয়নে ব্যবহার করা হবে।





