মর্মান্তিক এই দুর্ঘটনায়, মৃত্যু হল তিন পড়ুয়া। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে উলুবেড়িয়া থানার বহিরায়। দুর্ঘটনায় আহত হয়েছে কয়েকজন পড়ুয়া। আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: কোন ভিটামিনের অভাবে খুশকিতে ভরে মাথা, জানাচ্ছন পুষ্টিবিদ! রইল বাঁচার সেরা টোটকা!
advertisement
জানা যায় এদিন বিকেল ৩.৩০ নাগাদ জগদীশপুরের একটি বেসরকারি কিন্ডারগার্ডেন স্কুল থেকে বেশ কয়েকজন ক্ষুদে পড়ুয়াকে নিয়ে বহিরার উদ্দেশ্যে যাচ্ছিল চারাচালা স্কুল গাড়ি। যাবার পথে হঠাৎ বহিরা শ্মাশানতলার কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। সেই সময় গাড়ির মধ্যে আটকে পড়ে ৫ শিশু। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনার পর ২ শিশু গাড়ি থেকে বেরিয়ে আসতে পারলেও তিন শিশু গাড়ির মধ্যে আটকে পড়ে।
স্থানীয় মানুষ উদ্ধারের কাজে নেমে পড়ে, গাড়ি থেকে আহত শিশুদের উদ্ধার করে উলুবেড়িয়া মেডিকেল কলেজে নিয়ে যায়। চিকিৎসক তিন শিশুকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পর উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।
