TRENDING:

Howrah Accident: গাড়িতে আটকে পড়ে ৩ শিশু...! হাওড়ার ভয়ঙ্কর দুর্ঘটনায় নিথর তিন প্রাণ, আহত ২ পড়ুয়া

Last Updated:

Howrah Accident: ভয়ঙ্কর পুলকার দুর্ঘটনা হাওড়ায়, মৃত্যু তিন স্কুল পড়ুয়ার, ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উলুবেড়িয়া, রাকেশ মাইতি:  ভয়ঙ্কর পুলকার দুর্ঘটনা হাওড়ায়, মৃত্যু তিন স্কুল পড়ুয়ার। উলুবেড়িয়ার একটি ‘কিন্ডার গার্ডেন’ স্কুল ছুটি হবার পড়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা। সোমবার বিকেলে দুর্ঘটনটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে সরাসরি পুকুরে পড়ে স্কুল গাড়িটি।
পুকুরে পড়ল পুলকার, ঝাঁপিয়ে পড়ল স্থানীয় মানুষ শেষ রক্ষা হলনা মৃত্যু ৩ 
পুকুরে পড়ল পুলকার, ঝাঁপিয়ে পড়ল স্থানীয় মানুষ শেষ রক্ষা হলনা মৃত্যু ৩ 
advertisement

মর্মান্তিক এই দুর্ঘটনায়, মৃত্যু হল তিন পড়ুয়া। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে উলুবেড়িয়া থানার বহিরায়। দুর্ঘটনায় আহত হয়েছে কয়েকজন পড়ুয়া। আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: কোন ভিটামিনের অভাবে খুশকিতে ভরে মাথা, জানাচ্ছন পুষ্টিবিদ! রইল বাঁচার সেরা টোটকা!

advertisement

জানা যায় এদিন বিকেল ৩.৩০ নাগাদ জগদীশপুরের একটি বেসরকারি কিন্ডারগার্ডেন স্কুল থেকে বেশ কয়েকজন ক্ষুদে পড়ুয়াকে নিয়ে বহিরার উদ্দেশ্যে যাচ্ছিল চারাচালা স্কুল গাড়ি। যাবার পথে হঠাৎ বহিরা শ্মাশানতলার কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। সেই সময় গাড়ির মধ্যে আটকে পড়ে ৫ শিশু। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনার পর ২ শিশু গাড়ি থেকে বেরিয়ে আসতে পারলেও তিন শিশু গাড়ির মধ্যে আটকে পড়ে।

advertisement

আরও পড়ুন: পাকিস্তান থেকে চলে আসেন, কাজ করেছেন লতা, রফিদের সঙ্গে! তাঁর নাতিই এখন বলিউডের সুপারস্টার, চিনে নিন সঙ্গীতকারকে

সেরা ভিডিও

আরও দেখুন
কাচের বোতলে ভরা টুকরো 'জীবন', কাগজ-কাপড়-সুতোয় বাংলার গোবিন্দর এমন কীর্তি দেখে অবাক দেশ!
আরও দেখুন

স্থানীয় মানুষ উদ্ধারের কাজে নেমে পড়ে, গাড়ি থেকে আহত শিশুদের উদ্ধার করে উলুবেড়িয়া মেডিকেল কলেজে নিয়ে যায়। চিকিৎসক তিন শিশুকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পর উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah Accident: গাড়িতে আটকে পড়ে ৩ শিশু...! হাওড়ার ভয়ঙ্কর দুর্ঘটনায় নিথর তিন প্রাণ, আহত ২ পড়ুয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল