স্থানীয় সূত্রে জানা যায়, শিবনগর এলাকায় আন্ডারপাসটি দিন দুয়েক থেকে জল জমে বন্ধ হয়ে গিয়েছে। ফলে বাধ্য হয়েই রেললাইনের উপর দিয়েই যাতায়াত করছিলেন গ্রামবাসীরা। রবিবার দুপুরে তিন বালক ওই রেললাইন পার হওয়ার সময় হঠাৎ দু’দিক থেকে একসঙ্গে দুটি ট্রেন চলে আসে। আচমকা পরিস্থিতিতে তারা কিছুই বুঝে উঠতে পারেনি। মুহূর্তের মধ্যে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের এবং এক শিশু নিখোঁজ বলে জানা গেছে।
advertisement
আরও পড়ুন: সিভিক ভলান্টিয়ারের সঙ্গে মর্মান্তিক ঘটনা! চোখের সামনে যা ঘটল, ভুলতে পারছেন না কেউ
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ও সামসেরগঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে ট্রেনে ধাক্কায় তিনজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন ফরাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার জেরে তিনটি পরিবারে কান্নার রোল। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। স্থানীয়রা এমন ঘটনার প্রতিবাদও জানিয়েছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বেশ কয়েকদিন থেকে আন্ডারপাসটি জল জমে বন্ধ থাকায় রেললাইনের উপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছিল এলাকাবাসীকে। ঘটনায় নতুন শিবনগর গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।






