Civic Volunteer: সিভিক ভলান্টিয়ারের সঙ্গে মর্মান্তিক ঘটনা! চোখের সামনে যা ঘটল, ভুলতে পারছেন না কেউ

Last Updated:

মোটর বাইক দূর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। এই ঘটনায় আরও এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। আহত আরও এক।

সিভিক ভলেন্টিয়ার
সিভিক ভলেন্টিয়ার
ক্যানিং, সুমন সাহা: মোটর বাইক দূর্ঘটনায় মৃত্যু হল ক্যানিং থানার এক সিভিক ভলান্টিয়ারের। এই ঘটনায় আরও এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। আহত আরও এক।  ঘটনাটি ঘটেছে ক্যানিং বারুইপুর রোডের ধলিরবাটি এলাকায়। মৃত সিভিকের নাম তাজউদ্দিন লস্কর(৩৫)। আরেক মৃতের নাম সামসুদ্দিন সেখ(২১)। আহত সামসুল সেখ বর্তমানে চিকিৎসাধীন একটি বেসরকারি নার্সিংহোমে।
দুর্ঘটনাগ্রস্থ বাইক
দুর্ঘটনাগ্রস্থ বাইক
advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ধলিরবাটি মোড়ের কাছে দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সিভিক ভলান্টিয়ার তাজউদ্দিন বাইকে করে ধলিরবাটি মোড় থেকে ক্যানিংয়ের দিকে আসছিলেন। সেই সময় আচমকাই বেপরোয়া গতিতে একটি বাইক এসে সজোরে ধাক্কা মারে তাঁকে। ধাক্কা এতটাই জোরে ছিল যে প্রায় ১০০ ফুট দূরে ছিটকে পড়েন ওই সিভিক ভলেন্টিয়ার। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ দুটি পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
advertisement
এই প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা জানান, দুটি গাড়ির প্রচণ্ড গতিতে আসছিল আর সেই সময় মুখোমুখি দুজনের সংঘর্ষ হয় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও বারবার পুলিশি নাকা চেকিংয়ের পাশাপাশি যেভাবে সচেতন করছে তার পরেও এভাবে বারবার বাইক দুর্ঘটনা ঘটছে। পুলিশি সচেতনতার পাশাপাশি বাইক আরোহীদের নিজেদেরকে আরও বেশি করে সচেতন হতে হবে। যদি নিজেরা সচেতন হয় তাহলে এই ধরনের দুর্ঘটনা থেকে অনেকটাই এড়ানো যাবে এবং সমস্ত বাইক চালকদের হেলমেট পরে গাড়ি চালানো উচিত। মতামত পোষণ করেছেন স্থানীয়রা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Civic Volunteer: সিভিক ভলান্টিয়ারের সঙ্গে মর্মান্তিক ঘটনা! চোখের সামনে যা ঘটল, ভুলতে পারছেন না কেউ
Next Article
advertisement
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
  • রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে.

  • এই সময়ে যানবাহনের বিকল্প রুট হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে.

  • সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন ও সংস্কার কাজ চলবে.

VIEW MORE
advertisement
advertisement