শর্টকাট খুঁজতে গিয়ে একী কাণ্ড! জলে ভাসল শখের চারচাকা গাড়ি, কী হল যাত্রীদের

Last Updated:

শর্টকার্ট খুঁজে গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছতে গিয়েই বাঁধল বিপত্তি। পরিস্থিতি এমন রূপ নেয় যে গন্তব্যে পৌঁছনো তো দূরের কথা, উপরন্তু চারচাকা গাড়িটাই ভেসে থাকল নদীর জলে।

নদীতে ভাসল চারচাকা গাড়ি
নদীতে ভাসল চারচাকা গাড়ি
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামী: শর্টকার্ট খুঁজে গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছতে গিয়েই বাঁধল বিপত্তি। পরিস্থিতি এমন রূপ নেয় যে গন্তব্যে পৌঁছনো তো দূরের কথা, উপরন্তু চারচাকা গাড়িটাই ভেসে থাকল নদীর জলে। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলায়। ঠিক কী ঘটেছিল? দুর্ঘটনার পর গাড়িতে থাকা যাত্রীদেরই বা কী হল?
জানা যাচ্ছে, শনিবার রাতে চারচাকা গাড়ি নিয়ে এক ব্যক্তি জলমগ্ন ভাসাপুল দিয়ে নদী পারাপার করার চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় ভাসাপুলের উপর জল থাকার কারণে তার গাড়ি নিয়ন্ত্রণ হারায়। আর তারপরেই গাড়িটি বেগতিক হয়ে আটকে যায়। মাঝ নদীতেই আটকে থাকে গাড়িটি। বাঁকুড়ার লোকজন রবিবার সকালে এমন ঘটনা দেখতে পান এবং অবাক হয়ে পড়েন। পাশাপাশি এই ঘটনার পরিপ্রেক্ষিতে একাধিক প্রশ্নও উঠছে।
advertisement
advertisement
শনিবার রাতে জলমগ্ন ভাসাপুল দিয়ে গাড়ি পারাপারের সময় এমন ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহর সংলগ্ন দ্বারকেশ্বর নদীর মিনাপুর ঘাটে। যদিও ঘটনার সময় জলের স্রোত কম থাকার কারণে কোনওক্রমে প্রাণে বেঁচে যান চালক। গাড়িতে অন্য কোনও যাত্রী ছিলেন কিনা জানা যায়নি।
advertisement
প্রশ্ন হল, ভাসাপুল জলমগ্ন থাকা অবস্থাতেও কেন ঝুঁকি নিয়ে নদী পারাপারের চেষ্টা করেন ওই গাড়িচালক? কারণ সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে ওই ভাসাপুলের উপর দিয়ে দ্বারকেশ্বর নদী পার করলেই সহজেই ওপাড়ের বাঁশি, আড়ালবাঁশি, ধলডাঙা, জগদল্লা সহ বিভিন্ন জায়গায় পৌঁছনো যায়। হয়ত সেই কারণেই শর্টকাট খুঁজতে গিয়েছিলেন ওই গাড়ি চালক। তবে শর্টকাট খুঁজতে গিয়ে এমন বিপত্তি বাঁধবে তা হয়ত তিনিও কল্পনা করতে পারেন নি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শর্টকাট খুঁজতে গিয়ে একী কাণ্ড! জলে ভাসল শখের চারচাকা গাড়ি, কী হল যাত্রীদের
Next Article
advertisement
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
  • রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে.

  • এই সময়ে যানবাহনের বিকল্প রুট হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে.

  • সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন ও সংস্কার কাজ চলবে.

VIEW MORE
advertisement
advertisement