আরও পড়ুন: ফল ও ফুল গাছের টানেই উলুবেড়িয়ার এই স্কুলে আসে শবনম-অনুষ্কারা
স্থানীয় সূত্রে জানা যায়, এই দুর্ভোগের শিকার আন্দুল পঞ্চায়েতের আড়গোড়ী এলাকায় একাধিক সংসদ। জল জমা সমস্যা আরও প্রকোপ হচ্ছে বিভিন্ন এলাকার বহুতল বাড়ি থেকে নির্গত জল এবং বিষ্টির জল এলাকায় ঢুকছে। যা আগে অন্য পথে নিকাশি ছিল বলেই অভিযোগ স্থানীয় মানুষের। এদিকে যে সমস্ত জলাভূমিতে বিভিন্ন এলাকা থেকে জল এসে জমা হত, সেই জলাভূমি ভরাট করে কারখানা গড়ে উঠছে। একদিকে ডোবা জলাশয় ভরাট হচ্ছে, অন্যদিকে বিভিন্ন এলাকা থেকে অতিরিক্ত জল আসছে ফলে স্থানীয় মানুষ সাঁড়াশি চাপে। সমস্যা সমাধানের দাবি পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ স্থানীয় মানুষ ।এ বিষয়ে পঞ্চায়েত প্রধান উপযুক্ত সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে মুখের কথাতেই চিড়ে ভিজছে না বলেই জানিয়েছেন স্থানীয় মানুষ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রাকেশ মাইতি