TRENDING:

Howrah News: এক ‌যুগ ধরে আন্দুল গ্রামে জমা জলে দুর্ভোগের শিকার কয়েক হাজার মানুষ! 

Last Updated:

জমা জলে দুর্ভোগের শিকার কয়েক হাজার মানুষ! এ সমস্যা প্রায় ১২-১৪ বছর, দিন যত গড়াচ্ছে সমস্যা জটিল থেকে জটিলতর হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: জমা জলে দুর্ভোগের শিকার কয়েক হাজার মানুষ! এ সমস্যা প্রায় ১২-১৪ বছর, দিন যত গড়াচ্ছে সমস্যা জটিল থেকে জটিলতর হচ্ছে। এর প্রভাব দারুন ভাবে পড়েছে এলকার মানুষের জীবনের উপর। একবার বৃষ্টি হলে সেই জল থাকে সপ্তাহ ব্যাপী, কার্যত বছরে প্রায় ৯-১০ মাস জলমগ্ন এলাকা। জল থৈ থৈ রাস্তা ঘাট মানুষের ঘর বাড়ি খেলার মাঠ। একটানা জল জমে নানা রোগভোগে স্থানীয় মানুষ। সাপ বিছে পোকা-মাকড়ের উপদ্রব লেগে রয়েছে। জল পেরিয়ে যাতায়াতে একটু বেশি বৃষ্টি হলেই স্কুল ছুট হয়ে পড়ছে ক্ষুদেরা। এমন ঘটনা হাওড়ার আন্দুল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আড়গোড়ী এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক হাজার পরিবার জল যন্ত্রণায় কাতর। অভিযোগ এই সমস্যা থেকে মুক্তি পেতে স্থানীয় পঞ্চায়েত ও বিভিন্ন দফতরে জানিয়েও মেলেনি সুরাহা।
advertisement

আরও পড়ুন:  ফল ও ফুল গাছের টানেই উলুবেড়িয়ার এই স্কুলে আসে শবনম-অনুষ্কারা

স্থানীয় সূত্রে জানা যায়, এই দুর্ভোগের শিকার আন্দুল পঞ্চায়েতের আড়গোড়ী এলাকায় একাধিক সংসদ। জল জমা সমস্যা আরও প্রকোপ হচ্ছে বিভিন্ন এলাকার বহুতল বাড়ি থেকে নির্গত জল এবং বিষ্টির জল এলাকায় ঢুকছে। যা আগে অন্য পথে নিকাশি ছিল বলেই অভিযোগ স্থানীয় মানুষের। এদিকে যে সমস্ত জলাভূমিতে বিভিন্ন এলাকা থেকে জল এসে জমা হত, সেই জলাভূমি ভরাট করে কারখানা গড়ে উঠছে। একদিকে ডোবা জলাশয় ভরাট হচ্ছে, অন্যদিকে বিভিন্ন এলাকা থেকে অতিরিক্ত জল আসছে ফলে স্থানীয় মানুষ সাঁড়াশি চাপে। সমস্যা সমাধানের দাবি পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ স্থানীয় মানুষ ।এ বিষয়ে পঞ্চায়েত প্রধান উপযুক্ত সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে মুখের কথাতেই চিড়ে ভিজছে না বলেই জানিয়েছেন স্থানীয় মানুষ।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: এক ‌যুগ ধরে আন্দুল গ্রামে জমা জলে দুর্ভোগের শিকার কয়েক হাজার মানুষ! 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল