TRENDING:

Hooghly News: হাইস্কুলের মাঠে হাজার আসনের স্টেডিয়াম! গোঘাটে বাড়বে খেলাধুলায় আগ্রহ

Last Updated:

গোঘাট হাইস্কুলের মাঠে কংক্রিটের স্টেডিয়াম গড়ে উঠবে। প্রথম পর্যায়ের কাজে প্রায় ১৮ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোঘাট:গোঘাটে হাজার আসনের ফুটবল স্টেডিয়াম গড়ে তোলা হবে। পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে এর জন্য টাকা বরাদ্দ করা হয়েছে। ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি স্টেডিয়াম নির্মাণের দায়িত্ব সামলাবে। জানা যায় গোঘাট হাইস্কুলের মাঠে কংক্রিটের স্টেডিয়াম গড়ে উঠবে। প্রথম পর্যায়ের কাজে প্রায় ১৮ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। পরবর্তীতে দু বছরে হাজার আসনে স্টেডিয়াম নির্মাণ করা হবে।
advertisement

আরও পড়ুন:‘আবার ওই কোম্পানিতে ফিরে যাব,’ বলছেন উত্তরকাশীর টানেল ১৭ দিন আটকে থাকা সৌভিক

ইতিমধ্যেই টেন্ডার হয়ে গিয়েছে। স্টেডিয়াম মহকুমা খেলাধুলার মধ্যে বড়সড়ো ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এই হাই স্কুলের মাঠে সারা বছরই ফুটবল প্রতিযোগিতায় আসর বসে। স্থানীয় এলাকার ছেলেদের নিয়ে কোচিং করানো হয় ফুটবল মাঠে। স্টেডিয়ামটি নির্মিত হলে বড় ধরনের ফুটবল প্রতিযোগিতা করানো সম্ভব হবে। অল্প বয়সীদের মধ্যে ফুটবল খেলার আগ্রহ বাড়বে। পাশাপাশি দর্শকরা বসে ফুটবল খেলা দেখতে পারবেন।গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণচন্দ্র পাঁজা জানান, পঞ্চদশ অর্থ কমিশনের ২০২৩ -২৪ এর অর্থ বছরের আঠারো লক্ষ টাকা খরচে স্টেডিয়ামটি নির্মাণ করা হবে। স্টেডিয়ামটি পুরো কংক্রিটের হবে। প্রথম আসরে ৩০০ জনে বসার তৈরি করা হবে। পরবর্তীতে হাজার স্টেডিয়াম গড়ে তোলা হবে।

advertisement

আরও পড়ুন: যখন তখন ভেঙে পড়বে! বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে স্কুল বিল্ডিং, আতঙ্কে পড়ুয়ারা

গ্রামীন এলাকায় ফুটবল সহ সব ধরনের খেলার আগ্রহ এবং জনপ্রিয়তা বাড়তে স্টেডিয়াম গড়ে তোলা হচ্ছে। ব্লকে অল্প বয়সীদের বিশেষ করে আদিবাসী ও তপশিলি সম্প্রদায়ের ছেলেমেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ করা নিয়ে বিশেষভাবে উৎসাহ দেওয়া হবে। সকলেই আশাবাদী এই স্টেডিয়ামকে কেন্দ্র করে আগামী দিনে খেলাধুলার জগতে এলাকার বহু ছেলে-মেয়ে উঠে আসবে।অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বহু বছর আগে ফুটবল প্রতিযোগিতায় নিয়ে ব্যাপক উন্মাদনা ছিল। স্থানীয় ক্লাব গুলি বিভিন্ন জায়গায় জেলার হয়ে অংশগ্রহণ করত। যদিও ক্রিকেটের জনপ্রিয়তা পড়লেও ফুটবলের ভাটা পড়ে। তবে ফুটবল নিয়ে নতুন করে উৎসাহ বাড়ছে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

গোঘাটের স্টেডিয়াম হলে খেলায়  উৎসাহ ও উন্মাদনা বাড়বে বলে মনে করছি।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Suvojit Ghosh

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: হাইস্কুলের মাঠে হাজার আসনের স্টেডিয়াম! গোঘাটে বাড়বে খেলাধুলায় আগ্রহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল