আরও পড়ুন:‘আবার ওই কোম্পানিতে ফিরে যাব,’ বলছেন উত্তরকাশীর টানেল ১৭ দিন আটকে থাকা সৌভিক
ইতিমধ্যেই টেন্ডার হয়ে গিয়েছে। স্টেডিয়াম মহকুমা খেলাধুলার মধ্যে বড়সড়ো ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এই হাই স্কুলের মাঠে সারা বছরই ফুটবল প্রতিযোগিতায় আসর বসে। স্থানীয় এলাকার ছেলেদের নিয়ে কোচিং করানো হয় ফুটবল মাঠে। স্টেডিয়ামটি নির্মিত হলে বড় ধরনের ফুটবল প্রতিযোগিতা করানো সম্ভব হবে। অল্প বয়সীদের মধ্যে ফুটবল খেলার আগ্রহ বাড়বে। পাশাপাশি দর্শকরা বসে ফুটবল খেলা দেখতে পারবেন।গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণচন্দ্র পাঁজা জানান, পঞ্চদশ অর্থ কমিশনের ২০২৩ -২৪ এর অর্থ বছরের আঠারো লক্ষ টাকা খরচে স্টেডিয়ামটি নির্মাণ করা হবে। স্টেডিয়ামটি পুরো কংক্রিটের হবে। প্রথম আসরে ৩০০ জনে বসার তৈরি করা হবে। পরবর্তীতে হাজার স্টেডিয়াম গড়ে তোলা হবে।
advertisement
আরও পড়ুন: যখন তখন ভেঙে পড়বে! বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে স্কুল বিল্ডিং, আতঙ্কে পড়ুয়ারা
গ্রামীন এলাকায় ফুটবল সহ সব ধরনের খেলার আগ্রহ এবং জনপ্রিয়তা বাড়তে স্টেডিয়াম গড়ে তোলা হচ্ছে। ব্লকে অল্প বয়সীদের বিশেষ করে আদিবাসী ও তপশিলি সম্প্রদায়ের ছেলেমেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ করা নিয়ে বিশেষভাবে উৎসাহ দেওয়া হবে। সকলেই আশাবাদী এই স্টেডিয়ামকে কেন্দ্র করে আগামী দিনে খেলাধুলার জগতে এলাকার বহু ছেলে-মেয়ে উঠে আসবে।অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বহু বছর আগে ফুটবল প্রতিযোগিতায় নিয়ে ব্যাপক উন্মাদনা ছিল। স্থানীয় ক্লাব গুলি বিভিন্ন জায়গায় জেলার হয়ে অংশগ্রহণ করত। যদিও ক্রিকেটের জনপ্রিয়তা পড়লেও ফুটবলের ভাটা পড়ে। তবে ফুটবল নিয়ে নতুন করে উৎসাহ বাড়ছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
গোঘাটের স্টেডিয়াম হলে খেলায় উৎসাহ ও উন্মাদনা বাড়বে বলে মনে করছি।
Suvojit Ghosh