জমি গেলেও এখনও কয়েকজনের মেলেনি কোনও কাজ। বার বার আন্দোলনের পরও মেলেনি কোনো সুরাহা। এমনটাই দাবি বীরভূমের বক্রেশ্বরে তাপবিদ্যুৎকেন্দ্রের জমিদাতাদের। তাই আজ বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের সদাইপুরের জামবুনি গেটের সামনে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান বেশ কিছু জমিহারা মানুষ।
আরও পড়ুন- South24Parganas News : ক্যানিং বাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১০টি দোকান
advertisement
তাঁদের দাবি, তাপবিদ্যুতের মেনটেনেন্স সহ বিভিন্ন কাজে জমিদাতাদের বাদ দিয়ে স্থানীর কো-অপারেটিভ দ্বারা বেআইনিভাবে অনেকেই চাকরি পেয়েছেন। দীর্ঘদিন ধরে বঞ্চিত বেশ কিছু জমিহারা।
জমিদাতাদের চাকরির দাবিতে তাঁদের এই আন্দোলন। ঘটনাস্থলে আসে সদাইপুর থানার পুলিশ। যতক্ষণ না সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে জানাচ্ছেন ভূমিহারারা।
আন্দোলনকারী বিপ্লব দাস বৈরাগ্য বলেন, " আমাদের জমি নেওয়ার সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, পরিবার প্রতি একজন করে কাজ দেবে। কিন্তু এখনও কোনো সুরাহা হয়নি। সেই পরিপ্রেক্ষিতেই আজ আমাদের আন্দোলন। আমাদের কাজ বিক্রি হচ্ছে। এমনকী অবৈধভাবে অনেক লোক কাজে ঢুকছে। কিন্তু আমাদের জমি দিয়েও চাকরি হচ্ছে না। বার বার জেলা শাসকের কাছে গেলেও তাঁর পাঠানো রিকোয়েস্ট নাকচ করছে শাসক দল। আমাদের দাবি অবৈধ নিয়োগ বন্ধ করে বৈধভাবে নিয়োগ করতে হবে। যতক্ষণ না আমরা কোনো সুরাহা পাচ্ছি, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে।"
আরও পড়ুন- Digha Marine Drive: খারাপ অভিজ্ঞতা পর্যটকদের, বন্ধ হয়ে গেল পশ্চিমবঙ্গের একমাত্র মেরিন ড্রাইভ!
ইন্দ্রজিৎ গড়াই বলেন , " জমি নেওয়ার পরও আমরা বঞ্চিত , আমাদের এখনো কোনো চাকরি হয়নি। অথচ অবৈধভাবে নিয়োগ চলছে। আমরা বার বার আন্দোলন জানানোর পরও কোনো সুরাহা পাচ্ছি না। যতক্ষণ না আমাদের কোনো সুরাহা হচ্ছে, ততক্ষণ আমরা আমাদের এই আন্দোলন চালাব।"