ব্যবসায়ীরা জানাচ্ছেন, গত কয়েক বছরের তুলনায় এ বছর ছট পুজো ঘিরে আখের চাহিদা বেড়েছে বহুগুণ। আখ চাষি আরমান শেখ বলেন, “আখ চাষ করে আমরা এখন ভালই খুশি, দামও বেশ ভালই পাচ্ছি। ১ বিঘা জমিতে ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচে চাষ করে ১ লাখ টাকা পর্যন্ত দাম পাচ্ছি”।
advertisement
চাহিদা বেড়ে যাওয়ায় লাভের মুখ দেখছেন চাষি ও ব্যবসায়ীরা। ফলে পূর্ব বর্ধমানের গোয়ালপাড়া আখ বাজারে এখন উৎসবের আমেজ। সকাল থেকে রাত পর্যন্ত চলছে বেচাকেনা। দূর-দূরান্ত থেকে ব্যাবসায়ীরা ভিড় জমাচ্ছেন। কেউ ট্রাক, কেউ ম্যাটাডর ভর্তি করে আখ নিয়ে যাচ্ছেন ভিন্ন রাজ্যে ও রাজ্যের বিভিন্ন জেলায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ছট পুজোয় আখের গুরুত্ব অনেকটাই। অন্যান্য ফলমূলের সঙ্গে আখও এই পুজোর অন্যতম অঙ্গ। ভক্তদের মতে, সূর্য দেবের উপাসনায় আখ শুভ বলে মনে করা হয়। তাই প্রতি বছরই এই সময়ে আখের বিক্রি বেড়ে যায়, তবে এবছর চাহিদা রেকর্ড ছুঁয়েছে। সব মিলিয়ে আখের দাম বেশি মেলায় চাষিদের মুখে এখন খুশির হাসি।





