আরও পড়ুন- স্বামী থেকেও নেই, জীবন নিয়ে চলেছে অগ্নিপরীক্ষা! তবু মুখে হাসি, দু’চাকায় তনুর একার সংসার!
বাতাসে ইতিমধ্যেই শীতের আমেজ । কিছুদিন পর থেকেই শুরু হবে বিয়ের মরসুম। একের পর একটা আসতে থাকবে বিয়ের তারিখ। আধুনিকতার যুগে অধিকাংশই নামীদামি গাড়িতে চেপে যান বিয়ে করতে। কিন্তু চারচাকা দামি গাড়ি থাকলেও, বাজারে আবার ফিরে আসছে পুরানো ঐতিহ্য। অনেকেই আছেন যাদের নিজেদের বিয়ে নিয়ে একটু অন্যরকম উন্মাদনা কাজ করে। তাই যারা নিজেদের বিয়েকে আরও বিশেষ করে তুলতে চাইছেন গাড়ি বদলে, চাপতে পারেন পালকিতে। পালকি বহু পুরানো এক ঐতিহ্য। অতীতে ঘোড়া এবং পালকি ছিল একমাত্র ভরসা। কিন্তু আধুনিকতার যুগে পালকির চল ধীরে ধীরে কিছুটা কমে গিয়েছিল। তবে বর্তমানে আবার চাহিদা বাড়তে শুরু করেছে পালকির। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত একটি গ্রাম হল বাউরা। এই গ্রামেই রয়েছেন মিহির ঘোষ নামের এক ব্যক্তি। যিনি আজও করে আসছেন পালকির ব্যবসা। আধুনিকতার যুগেও টিকিয়ে রেখেছেন পুরানো ঐতিহ্যকে ।
advertisement
আরও পড়ুন- কয়েক পা হাঁটলেই ক্লান্ত হয়ে পড়ছেন? সিঁড়ি ভাঙতে কষ্ট? সাবধান…! কীসের উপসর্গ? জেনে নিন
এই বিষয়ে তিনি জানিয়েছেন, \”বহু আগে পালকির ভাল চাহিদা ছিল। কিন্তু দীর্ঘ প্রায় ১৫ বছর পালকির কোনও চাহিদা ছিল না। পরবর্তীতে ২০১৮ সাল থেকে আবার পালকির চাহিদা বাড়তে শুরু করে। এবছর ব্যাপক চাহিদা রয়েছে পালকির। আমার প্রথমে একটা পালকি ছিল কিন্তু এখন মোট পাঁচটা পালকি রয়েছে।\” মিহির বাবুর কথায় সত্যিই হারিয়ে গিয়েছিল পুরানো এই ঐতিহ্য। কিন্তু আবার বাজার দাপিয়ে বেড়াচ্ছে পুরানো এই পালকি । বিয়ের মরশুমে আবার চাহিদা বাড়তে শুরু করেছে পালকির। এরই মধ্যে বহু দূর দূরান্ত থেকে পালকি ভাড়ার জন্য ফোন আসে মিহির বাবুর কাছে। বাউরা গ্রামের মিহির বাবুর পালকি পাড়ি দিয়েছে মুর্শিদাবাদ, হাওড়া, করিমপুরের মত আরও বহু জায়গায়। তবে যখন সকলে এই ব্যবসা থেকে সড়ে গিয়েছিলেন, তখন কিন্তু পিছু হটেননি মিহির বাবু। তিনি নিজে প্রায় ৫০ বছর ধরে চালিয়ে আসছেন এই পালকির ব্যবসা।
বিয়ের জন্য যখন পালকি পাঠানো হয় তখন, চোখ ধাঁধানো রূপে সাজিয়ে তোলা হয় পালকি। বেহারাদের জন্য থাকে আলাদা পোশাক। পূর্ব বর্ধমানের বাউরা গ্রামের মিহির বাবু বেয়ারা নিয়ে আসেন মুর্শিদাবাদ জেলা থেকে । বেহারা সমেত পালকি পাঠিয়ে দেন দূর দূরান্তে। সবমিলিয়ে বর্তমানে বিয়েকে একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে পালকি । চাইলে বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া করতে পারেন পালকি। সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে , 9735889813 অথবা 7679703996 এই নাম্বারে।
বনোয়ারীলাল চৌধুরী