Jalpaiguri Hawker Tanu: স্বামী থেকেও নেই, জীবন নিয়ে চলেছে অগ্নিপরীক্ষা! তবু মুখে হাসি, দু'চাকায় তনুর একার সংসার!

Last Updated:

Motivational Life Story Of Tanu: পেট চালাতে ভরসা লোকের বাড়িতে কাজ আর বাকি সময়ে হরেক মাল জিনিসের বিক্রি। তনুর দিনযাপন আপনাকে অনুপ্রেরণা দেবে! দেখুন।

+
স্বামী

স্বামী থেকেও নেই, জীবন নিয়ে চলেছে অগ্নিপরীক্ষা! তবু মুখে হাসি, দু'চাকায় তনুর একার সংসার!

জলপাইগুড়ি: জীবন হার মানাতে চাইলেও, জীবনযুদ্ধের কাছে মাথা নত না করে বেঁচে থাকার অনুপ্রেরণা দেয় মধ্যবয়স্ক এই মহিলার জীবন যাপন! এমনই হৃদয়স্পর্শী এক চিত্র উঠে এল জলপাইগুড়িতে। জলপাইগুড়ি পৌরসভার আদর পাড়া বটতলা এলাকার বাসিন্দা মধ্যবয়সী তনু রাউৎ। পেট চালাতে ভরসা লোকের বাড়িতে কাজ আর বাকি সময়ে হরেক মাল জিনিসের বিক্রি।
আরও পড়ুন- বিশ্ববিদ্যালয়ে অন্তর্বাস পরে ঘুরে বেড়ানো ‘প্রতিবাদী’ ইরানিয়ান তরুণীর কী হল? জানলে শিউরে উঠবেন!
মূলত, মেয়েদের সাজগোজের জিনিসই বিক্রি করেন তনু। ভ্যান গাড়ি নিয়ে শহরের দূরদূরান্তে বিক্রি করতে যেতে হয় বলে শহরের বহু মানুষের কাছেও অজানা নয় তনুর জীবন সংগ্রামের কাহিনি। জীবন নিয়েছে হাজারও পরীক্ষা। স্বামী থাকতেও নেই। তা সত্ত্বেও সংসারের যাবতীয় কর্তব্য পালন কর‍তে পিছপা হননি তিনি। দায়িত্ব পালন করতে গিয়ে নিতে হয়েছে ঋণ। সাজগোজের জিনিস বিক্রি করে যা লাভ হয় তার বেশিরভাগই ঋণ মেটাতে দিতে হয় কিস্তি হিসেবে। একার সংসার কোনওরকমেই চলে।
advertisement
আরও পড়ুন- কয়েক পা হাঁটলেই ক্লান্ত হয়ে পড়ছেন? সিঁড়ি ভাঙতে কষ্ট? সাবধান…! কীসের উপসর্গ? জেনে নিন
শত কষ্টের মধ্যে দিয়েও নিজেকে হাসিখুশি রেখে প্রখর রোদে দু’চাকার ভ্যান গাড়ি নিয়ে হরেক মালের জিনিস পত্র বিক্রি করেন তিনি। বেশি উপার্জনের জন্য রোজই যেতে হয় প্রায় ৫ থেকে ১০ কিলোমিটার রাস্তা। তনুর কাজের প্রশংসা করে শহরের এক বিশিষ্ট শিক্ষিকা বলেন, \”আমার খুবই ভাললাগছে এই মহিলা সম্মানের সঙ্গে পরিশ্রম করে দু’টো পয়সা রোজগার করছেন।\” সারাদিনে দম ফেলার সময় না পেলেও এই জীবন নিয়ে তনুর নেই কোনও অভিযোগ । বরং হাসিমুখেই জানায়, এই কাজ তার ভালইলাগে। জীবন পরীক্ষা নেবেই আর সেই পরীক্ষা হাসিমুখে জয় করে বেঁচে থাকার নামই জীবন। জীবনের প্রতি এমন ইতিবাচক ভাবনা সত্যিই হৃদয় স্পর্শ করে বৈকি।
advertisement
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri Hawker Tanu: স্বামী থেকেও নেই, জীবন নিয়ে চলেছে অগ্নিপরীক্ষা! তবু মুখে হাসি, দু'চাকায় তনুর একার সংসার!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement