Iran Woman Who Stripped At University: বিশ্ববিদ্যালয়ে অন্তর্বাস পরে ঘুরে বেড়ানো 'প্রতিবাদী' ইরানিয়ান তরুণীর কী হল? জানলে শিউরে উঠবেন!

Last Updated:
Iran Woman Who Stripped At University: ইসলামিক আজাদ ইউনিভার্সিটির ক্যাম্পাসে পোশাক খুলে ঘুরছেন সেই তরুণী। ইরানের কড়া পোশাকবিধির প্রতিবাদে শুধু অন্তর্বাস পরে নেমেছেন প্রকাশ্য রাস্তায়। ইন্টারনেটে ঝড় তুলেছে তাঁর সেই বেপরোয়া পদক্ষেপ।
1/9
পোশাকবিধির কড়া ফতোয়ার মধ্যে সম্প্রতি প্রায় বিনাপোশাকে ভাইরাল হয়েছেন এক নারী। তেহরানের এক বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে সেই ইরানিয়ান মহিলাকে। কী তাঁর পরিচয়? স্পষ্ট নয়। বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র দাবি করেছেন যে তিনি একটি "মানসিক ব্যাধিতে" ভুগছেন।
পোশাকবিধির কড়া ফতোয়ার মধ্যে সম্প্রতি প্রায় বিনাপোশাকে ভাইরাল হয়েছেন এক নারী। তেহরানের এক বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে সেই ইরানিয়ান মহিলাকে। কী তাঁর পরিচয়? স্পষ্ট নয়। বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র দাবি করেছেন যে তিনি একটি "মানসিক ব্যাধিতে" ভুগছেন।
advertisement
2/9
যদিও অনেকেই এই নারীর দুঃসাহসী প্রতিবাদকে কুর্নিশ করেছেন। তবে শনিবারের পর সেই মহিলাকে আর দেখা যায়নি। তাঁর পরিচয়ও প্রকাশ্যে আসেনি এখনও অবধি। যা নিয়ে আশঙ্কাও প্রকাশ করছেন অনেকে। কে তিনি? গ্রেফতারির পরেই বা কোথায় রয়েছেন সেই তরুণী?
যদিও অনেকেই এই নারীর দুঃসাহসী প্রতিবাদকে কুর্নিশ করেছেন। তবে শনিবারের পর সেই মহিলাকে আর দেখা যায়নি। তাঁর পরিচয়ও প্রকাশ্যে আসেনি এখনও অবধি। যা নিয়ে আশঙ্কাও প্রকাশ করছেন অনেকে। কে তিনি? গ্রেফতারির পরেই বা কোথায় রয়েছেন সেই তরুণী?
advertisement
3/9
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী তেহরানের ইসলামিক আজ়াদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। তবে তাঁর নাম পরিচয় এখনও অধরাই। বিশ্ববিদ্যালয় সূত্রে অবশ্য দাবি করা হয়েছে, ওই তরুণী মানসিক ভাবে ‘অসুস্থ’ ছিলেন।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী তেহরানের ইসলামিক আজ়াদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। তবে তাঁর নাম পরিচয় এখনও অধরাই। বিশ্ববিদ্যালয় সূত্রে অবশ্য দাবি করা হয়েছে, ওই তরুণী মানসিক ভাবে ‘অসুস্থ’ ছিলেন।
advertisement
4/9
ভিডিওতে দেখা যায়, ইসলামিক আজাদ ইউনিভার্সিটির ক্যাম্পাসে পোশাক খুলে ঘুরছেন সেই তরুণী। ইরানের কড়া পোশাকবিধির প্রতিবাদে শুধু অন্তর্বাস পরে নেমে পড়েছিলেন প্রকাশ্য রাস্তায়। ইন্টারনেটে ঝড় তুলেছিল তাঁর সেই বেপরোয়া পদক্ষেপ।
ভিডিওতে দেখা যায়, ইসলামিক আজাদ ইউনিভার্সিটির ক্যাম্পাসে পোশাক খুলে ঘুরছেন সেই তরুণী। ইরানের কড়া পোশাকবিধির প্রতিবাদে শুধু অন্তর্বাস পরে নেমে পড়েছিলেন প্রকাশ্য রাস্তায়। ইন্টারনেটে ঝড় তুলেছিল তাঁর সেই বেপরোয়া পদক্ষেপ।
advertisement
5/9
এরপরই নিরাপত্তারক্ষীরা তাঁকে আটক করে নিয়ে যায়। কী হল সেই মহিলার? আর কিছুই জানা যায়নি। কিন্তু ইরানের বহুল প্রচলিত সংবাদমাধ্যম ‘হামশাহরি’তে বলা হয়েছে, “মহিলার মানসিক সমস্যা রয়েছে। ঘটনার তদন্তের পরে তাকে হয়তো মানসিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে”।
এরপরই নিরাপত্তারক্ষীরা তাঁকে আটক করে নিয়ে যায়। কী হল সেই মহিলার? আর কিছুই জানা যায়নি। কিন্তু ইরানের বহুল প্রচলিত সংবাদমাধ্যম ‘হামশাহরি’তে বলা হয়েছে, “মহিলার মানসিক সমস্যা রয়েছে। ঘটনার তদন্তের পরে তাকে হয়তো মানসিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে”।
advertisement
6/9
বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র আমির মেহবুব এক্সে দাবি করেছেন, জানা গিয়েছে ওই মহিলা তীব্র মানসিক চাপে রয়েছেন এবং মানসিক সমস্যাও রয়েছে। কিন্তু সমাজমাধ্যমে দাবি করা হয়েছে ওই মহিলার মানসিক সমস্যা নেই, তিনি প্রতিবাদ জানাতেই এমন করেছেন। শুধু তা-ই নয়, আমিরের দাবি, ওই নারী তাঁর স্বামীর থেকে বিবাহবিচ্ছেদ করেছেন। দুই সন্তানের মা তিনি, এমনও শোনা গিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র আমির মেহবুব এক্সে দাবি করেছেন, জানা গিয়েছে ওই মহিলা তীব্র মানসিক চাপে রয়েছেন এবং মানসিক সমস্যাও রয়েছে। কিন্তু সমাজমাধ্যমে দাবি করা হয়েছে ওই মহিলার মানসিক সমস্যা নেই, তিনি প্রতিবাদ জানাতেই এমন করেছেন। শুধু তা-ই নয়, আমিরের দাবি, ওই নারী তাঁর স্বামীর থেকে বিবাহবিচ্ছেদ করেছেন। দুই সন্তানের মা তিনি, এমনও শোনা গিয়েছে।
advertisement
7/9
অ্যামনেস্টি-র মতো কোনও কোনও সংবাদমাধ্যম দেখায়, ইরানে পোশাকবিধির "অপমানজনক প্রয়োগের" প্রতিবাদ করার পরে ওই নারীকে "সহিংসভাবে গ্রেফতার করা হয়েছিল"। ইরানের ফারস বার্তা সংস্থা বলেছে যে দুই নিরাপত্তা কর্মী তাঁর সঙ্গে "শান্তভাবে কথা বলেছেন" এবং তাঁকে ড্রেস কোড অনুসরণ করতে বলেছেন। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জানান, তরুণী ও নিরাপত্তারক্ষীদের মধ্যে কোনও মুখোমুখি সংঘর্ষ হয়নি।
অ্যামনেস্টি-র মতো কোনও কোনও সংবাদমাধ্যম দেখায়, ইরানে পোশাকবিধির "অপমানজনক প্রয়োগের" প্রতিবাদ করার পরে ওই নারীকে "সহিংসভাবে গ্রেফতার করা হয়েছিল"। ইরানের ফারস বার্তা সংস্থা বলেছে যে দুই নিরাপত্তা কর্মী তাঁর সঙ্গে "শান্তভাবে কথা বলেছেন" এবং তাঁকে ড্রেস কোড অনুসরণ করতে বলেছেন। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জানান, তরুণী ও নিরাপত্তারক্ষীদের মধ্যে কোনও মুখোমুখি সংঘর্ষ হয়নি।
advertisement
8/9
তিনি এখন কোথায়? সোশ্যাল মিডিয়ার ভিজ্যুয়ালে দেখা যাচ্ছে একদল লোক তরুণীকে ধরে গাড়িতে তুলেছে। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্রের মন্তব্য থেকে বোঝা যায় তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। মহিলা জানিয়েছিলেন তিনি সম্পূর্ণ সুস্থ। আমির কবির নিউজলেটার অভিযোগ করেছে যে গ্রেফতারির সময় তরুণীকে মারধর করা হয়েছিল।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাঁর অবিলম্বে মুক্তি দাবি করেছে এবং বলেছে যে কর্তৃপক্ষ তাঁকে নির্যাতন এবং অন্যান্য খারাপ আচরণ থেকে রক্ষা করবে।
তিনি এখন কোথায়? সোশ্যাল মিডিয়ার ভিজ্যুয়ালে দেখা যাচ্ছে একদল লোক তরুণীকে ধরে গাড়িতে তুলেছে। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্রের মন্তব্য থেকে বোঝা যায় তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। মহিলা জানিয়েছিলেন তিনি সম্পূর্ণ সুস্থ। আমির কবির নিউজলেটার অভিযোগ করেছে যে গ্রেফতারির সময় তরুণীকে মারধর করা হয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাঁর অবিলম্বে মুক্তি দাবি করেছে এবং বলেছে যে কর্তৃপক্ষ তাঁকে নির্যাতন এবং অন্যান্য খারাপ আচরণ থেকে রক্ষা করবে।
advertisement
9/9
২০২২ সালে, ইরানী-কুর্দি মহিলা মাহসা হামিনি পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। তাঁর মৃত্যুর পর দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়েছিল। বিক্ষোভে দেখা যায় নারীরা তাঁদের মাথার স্কার্ফ খুলে ফেলেন এবং পুড়িয়ে দেন। কঠোর ভাবে দমন করা হয়েছিল সেই বিদ্রোহ। ৫০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছিল। গ্রেফতার হয়েছিলেন প্রায় ১০০০ জন! সেই নজিরের পর এই তরুণীর এমন বিদ্রোহে ফের অশনি সংকেত দেখছেন অনেকেই। প্রতিবাদের জন্য হোক বা না হোক এই ঘটনা কিছুটা হলেও সমাজমাধ্যমে আলোচনায় উঠে এসেছে।
২০২২ সালে, ইরানী-কুর্দি মহিলা মাহসা হামিনি পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। তাঁর মৃত্যুর পর দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়েছিল। বিক্ষোভে দেখা যায় নারীরা তাঁদের মাথার স্কার্ফ খুলে ফেলেন এবং পুড়িয়ে দেন। কঠোর ভাবে দমন করা হয়েছিল সেই বিদ্রোহ। ৫০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছিল। গ্রেফতার হয়েছিলেন প্রায় ১০০০ জন! সেই নজিরের পর এই তরুণীর এমন বিদ্রোহে ফের অশনি সংকেত দেখছেন অনেকেই। প্রতিবাদের জন্য হোক বা না হোক এই ঘটনা কিছুটা হলেও সমাজমাধ্যমে আলোচনায় উঠে এসেছে।
advertisement
advertisement
advertisement