বর্তমানে কাজের ফাঁকে আমাদের কার্যত প্রতিক্ষণের সঙ্গী হয়ে উঠেছে নানা সমাজমাধ্যমে কথোপকথন বা চ্যাটিং।সেই চ্যাটিংয়ের ভঙ্গিকে বিয়ের মেনু কার্ডে তুলে আনল কবিগুরুর বীরভূমের বোলপুরের পারুলডাঙার বাসিন্দা রায় পরিবার। বাড়ির আদরের মেয়ে শুভশ্রীর বিয়ের ভোজের এই মেনু কার্ডটি সমাজমাধ্যমে নজর কেড়েছে।
প্রসঙ্গত ২৭ নভেম্বর বীরভূমের বোলপুরের পারুলডাঙা এলাকার বাসিন্দা শুভশ্রী রায়ের সঙ্গে কলকাতার নিবাসী সৌমজ্যোতি রায়ের বিয়ে হয়। সেখানে আইফোনের আদলে করা হয় মেনু কার্ডেটি।আর তাতেই নানা পদের খবর জানাতে চ্যাটিংয়ের ভঙ্গিকে ব্যবহার করা হয়েছে। এই মেনু কার্ডে শুরুতেই লেখা হয়েছে, ‘শুভশ্রী ও সৌমজ্যোতির-র প্রীতিভোজে আপনাকে জানাই সাদর আমন্ত্রণ।’ তার পরে ‘ভাল করে খাবেন কিন্তু।’, বলে জানান হয়েছে। তার উত্তরে আমন্ত্রিত ব্যক্তি লিখছেন, ‘অবশ্যই।’ এর পরেই তার কৌতূহল জাগে আমন্ত্রিত মানুষের মধ্যে জিজ্ঞেস করেন, ‘আচ্ছা, মেনু কী কী করলেন!’’ এর পরেই মেনুর বিবরণ দেওয়া হয়েছে।যা কার্যত নজর কারবে আপনারও।
advertisement
যদিও পরিবার সূত্র খবর, নিছক আমন্ত্রিত অতিথিদের মনোরঞ্জন করার জন্য এই ধরনের মেনু কার্ড তৈরি করা হয়েছিল। তবে কোথাও থেকে সেই মেনু কার্ড ভাইরাল হয়ে যায়। মেনু কার্ডটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই একের পর এক লাইক, প্রতিক্রিয়া ও শেয়ার হয়। তাই আপনার বা আপনাদের প্রিয়জনের সামনে বিয়ে থাকলে এ মেনু কার্ডটি অবশ্যই ট্রাই করতে পারেন।





