তিনি হলেন ময়না রাধাবল্লভচক সারদাময়ী বিদ্যাপীঠের ভূগোল শিক্ষক দিলীপকুমার পাত্র। পরিবেশ রক্ষার বার্তা দিতে লিখেছেন একাধিক বই, অসংখ্য ছড়া, গান ও স্লোগান। গাছ বাঁচানোর বার্তা দিতে ক্যালেন্ডার ছাপিয়েও বিলি করেন। তাঁর কাছে শুধু ৫ জুন নয়, তাঁর কাছে প্রতিটা দিনই বিশ্ব পরিবেশ দিবস। গাছকে ভালবেসে পরেন সবুজ পোশাক ও টুপি। এলাকায় তাঁকে ‘সবুজ স্যার’ নামে সবাই এক ডাকে চেনে।
advertisement
ময়নার চঙরা গ্রামের বাসিন্দা দিলীপ পাত্র ২০০৭ থেকে পরিবেশ নিয়ে কাজ শুরু করেন। প্রতি বছর নিজের খরচে বিভিন্ন স্কুল, কলেজ ও প্রতিষ্ঠানে চারাগাছ বিলি শুরু করেন দিলীপ। পরিবেশ বিষয়ে নতুন প্রজন্মকে সতর্ক করতে স্কুলে স্কুলে আঁকা, ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করেন। পরিবেশ রক্ষার বার্তা দিতে প্রতি বছর বিলি করেন একশোটি ব্যাগ, টুপি ও ক্যালেন্ডার।
পরিবেশ রক্ষার দাবিতে যোগ দেন সাইকেল ও বাইক র্যালিতে। তাঁর কথায়, ‘পরিবেশকে ভাল না রাখতে পারলে আমরাও ভাল থাকতে পারব না। তাই নিয়মিত চারাগাছ রোপণ ও বিলি করি। সবটাই করি মাইনের টাকা থেকে। পরিবেশ সচেতনার উপরে একাধিক বই লিখেছি। মানুষের কাছে পরিবেশের গুরুত্ব তুলে ধরার চেষ্টা করি। আমার কাছে বছরের প্রতিটা দিনই বিশ্ব পরিবেশ দিবস।’
আরও পড়ুনঃ শীতের ভোরে দুর্ঘটনা ঠেকাতে ‘দাওয়াই’ হাতে রাস্তায় ট্রাফিক পুলিশ! এক চুমুকে ঘুম ছু-মন্তর, চাঙ্গা চালক
২০১৩ সালে দিলীপের উদ্যোগেই ময়নায় গড়ে উঠেছে ‘ময়না সবুজ বাঁচাও মঞ্চ।’ এখনও পর্যন্ত ২০ হাজার চারাগাছ বিলি করেছেন ওই শিক্ষক। রাজ্যের বিভিন্ন প্রান্তে নিজের হাতে কয়েক হাজার চারাগাছ লাগিয়েছেন ‘সবুজ স্যর’।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরিবেশ বাঁচানোর বার্তা দিতে দশটিরও বেশি ছড়ার বই লিখেছেন। পরিবেশ সংক্রান্ত স্লোগান লিখেছেন প্রায় দু’হাজার। সেগুলো বই আকারেও প্রকাশ করেছেন। তাঁর লেখা পরিবেশ সংক্রান্ত তিরিশটিরও বেশি গান রয়েছে ইউটিউবে। নিয়মিত একটি এফএম চ্যানেলে আলোচনায় যোগ দেন। দেশ-বিদেশের একাধিক পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁর লেখা বেশ কিছু পরিবেশমূলক প্রবন্ধ।





