আরও পড়ুন: উঠোনে ঘুমোচ্ছিলেন বৃদ্ধ, হঠাৎ শুঁড়ে পেঁচিয়ে নিল হাতি! তারপর যা হল, শুনলে চমকে যাবেন…
সেই দেশি লিচু মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বাজারে থাকে। এক কৃষকের কথায় , দেশি লিচু এখন খুবই অল্প আছে। এখন বাজারে থাকার কথা বোম্বাই লিচুর। কারণ, বোম্বাই লিচুর ফলন একটু পরে আসে। কিন্তু সেই লিচুর ফলন এবারে তেমন হয়নি। তাই ব্যবসা এখনও জমেনি। কেন ফলন হয়নি বোম্বাই লিচুর? আবহাওয়ার জন্য গাছে বোল আসেনি।
advertisement
আরও পড়ুন: খিদের জ্বালা বড় জ্বালা! রাস্তায় লরি আটকে তোলাবাজি চালাল ‘রামলাল’
কুয়াশা আর জমাটি শীত না আসার জন্য বঙ্গে লিচুর ফলন হয়নি। তবে লিচুর অভাব পূর্ণ করছে জামরুল, আম। হিমসাগর থেকে শুরু করে গোলাপখাস, মধুবুলবুলি, বঙ্গে আমে ভর্তি বাজার। বারুইপুরে এবার আম ও জামরুলের ভালো ফলন হয়েছে। গোলাপখাস ১২০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। হিমসাগর পাইকারিতে ২৫ টাকা কিলোতে বিক্রি হচ্ছে। মধুবুলবুলি আম ১৫০ টাকা পাল্লা (পাঁচ কিলো) দরে বিক্রি হচ্ছে। বম্বে আম ৩০ টাকা কিলো দাম যাচ্ছে। , জামরুল ২০০ টাকায় একশো দরে বিক্রি হচ্ছে। তবে কৃষকদের আশা, মে মাসের শেষেই বাজার ভরে যাবে লালগোলা, কালিয়াচকের লিচুতে ।