এ বিষয়ে পুরুলিয়া জেলা ক্যারাটে ডু এসোসিয়েশনের সম্পাদক ধনঞ্জয় প্রামানিক বলেন, ক্যারাটে হচ্ছে নিজেকে আত্মরক্ষার একটি কৌশল। মেয়েরা যাতে নিজেদের আত্মরক্ষা নিজেরাই করতে পারে, সেই কারণে প্রতিটি মেয়ের ক্যারাটে শেখা প্রয়োজন। আগের তুলনায় বর্তমানে ক্যারাটের চাহিদা বেড়েছে। তিনি পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে এই প্রশিক্ষণ দিচ্ছেন। এই প্রশিক্ষণ নিয়ে ছেলে-মেয়েরা পাঞ্জাব, দিল্লি, সহ বিভিন্ন রাজ্যে গিয়ে স্টেট লেভেল পর্যন্ত নিজেদের প্রতিভাকে উপস্থাপিত করেছেন।
advertisement
আরও পড়ুন: বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ভারতের ১০ প্রতিষ্ঠান সেরা স্থান দখল করল, জানুন
এ বিষয়ে এক ছাত্রী বর্ষা কালিন্দী বলেন , পড়াশোনার পাশাপাশি তিনি ক্যারাটে প্রশিক্ষণ নেন। এতে অনেকটাই আত্মনির্ভরতা বেড়েছে তার। শরীরও সুস্থ রাখা যায় এই প্রশিক্ষণের মধ্যে দিয়ে।
পড়ুয়ারা শুধু পড়াশোনা নয় আত্মরক্ষারও প্রশিক্ষণ নিতে পারবে। প্রত্যেক বৃহস্পতিবার ও রবিবার এই প্রশিক্ষণ চলে বরাবাজার বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে। এতে কিছুটা হলেও নিশ্চিন্ত হতে পারছেন অভিভাবকেরা।