TRENDING:

ভারতে বিরল, বাংলাতেও এই প্রথম! পুজোর আগে বিশেষ প্রজাতির পরিযায়ী পাখির দর্শন, কোথায় দেখা গেল?

Last Updated:

Migratory Bird in Fraserganj: আন্দামান ও নিকোবর, মহারাষ্ট্র, কেরল ও গুজরাতে এই প্রজাতির পাখি আগে দেখা গিয়েছে। তবে বাংলা তথা পূর্ব ভারতে প্রথমবার পেক্টোরাল স্যান্ডপাইপার পাখি দেখা গেল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফ্রেজারগঞ্জ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিকঃ তুন্দ্রা অঞ্চলের পরিযায়ী পাখি ফ্রেজারগঞ্জে। এর জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই পাখির নাম পেক্টোরাল স্যান্ডপাইপার। এই পাখি ভারতে বিরল। ফ্রেজারগঞ্জে প্রথমবার এই পাখি ক্যামেরাবন্দি হয়েছে।
ফ্রেজারগঞ্জে পেক্টোরাল স্যান্ডপাইপার
ফ্রেজারগঞ্জে পেক্টোরাল স্যান্ডপাইপার
advertisement

সাধারণত দক্ষিণ এশিয়ায় এই পাখির দেখা মেলার কথা নয়। এরা এশিয়ার তুন্দ্রা অঞ্চল এবং বেরিং প্রণালীর ওপারে উত্তর আমেরিকার বাসিন্দা। শীতকালে এই পাখি পরিযায়ী হিসেবে দক্ষিণ আমেরিকা ও ওশিয়ানিয়া অঞ্চলে যায়। ফলে এই পাখি ফ্রেজারগঞ্জে দেখা যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুনঃ পছন্দমতো নেওয়া যাবে জামা, লাগবে না কোনও টাকা! পুজোর আগে জেলায় ‘মানবতার দেওয়াল’

advertisement

পক্ষীপ্রেমী সংগঠন ‘বার্ড ওয়াচার্স সোসাইটি’র কর্তা কণাদ বৈদ্য এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বুধবার ফ্রেজারগঞ্জের কার্গিল বিচে পরিযায়ী পাখিদের গতিবিধি খুঁজতে গিয়েছিলেন অগ্নিভ দাশগুপ্ত, সৌমজিৎ তালুকদার, শান্তনু ঘোষ এবং পত্রালি পাল। সেখানেই ওই প্রজাতির একটি পাখির দেখা পেয়েছেন তাঁরা।

View More

আন্দামান ও নিকোবর, মহারাষ্ট্র, কেরল এবং গুজরাতে এই প্রজাতির পাখি আগে দেখা গিয়েছে। শ্রীলঙ্কাতেও পরিযায়ী হিসেবে এদের অস্তিত্ব নথিভুক্ত হয়েছে। তবে বাংলা তথা পূর্ব ভারতে এই প্রথম পেক্টোরাল স্যান্ডপাইপার পাখি দেখা গেল। কাদা ও পলিমাটিযুক্ত সমুদ্র সৈকতে খাবার খুঁজতে দক্ষ কাদাখোঁচা গোত্রের এই পাখিকে শীতকালে নিয়মিত ওয়াশিয়ানিয়া অঞ্চলে দেখা যায়। ফ্রেজারগঞ্জে এই পাখির অস্তিত্ব মেলায় সাড়া পড়ে গিয়েছে সর্বত্র‌।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

এই পাখির পিঠ ধূসর-বাদামি, গ্রীষ্মে সবচেয়ে বাদামি ও শীতকালে সবচেয়ে ধূসর। এই পাখির পা হলুদাভ এবং ঠোঁট জলপাই রঙের, ডগা গাঢ়। এই পাখিই এবার দেখা গেল বাংলার ফ্রেজারগঞ্জে। ফলে পরিযায়ী পাখির তালিকায় নতুন সংযোজন হল।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভারতে বিরল, বাংলাতেও এই প্রথম! পুজোর আগে বিশেষ প্রজাতির পরিযায়ী পাখির দর্শন, কোথায় দেখা গেল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল