পছন্দমতো নেওয়া যাবে জামা, লাগবে না কোনও টাকা! পুজোর আগে জেলায় 'মানবতার দেওয়াল'

Last Updated:

Wall of Humanity: দুর্গাপুজোর আগে মানবতার দেওয়াল। নিজের প্রয়োজনে এই দেওয়াল থেকে একটি জামা নেওয়া যাবে। কোনও টাকা না দিয়ে সেই জামা পরে চলেও যাওয়া যাবে

+
বাঁকুড়ায়

বাঁকুড়ায় মানবতার দেওয়াল ও সততা স্টোর

কেন্দুয়াডিহি, বাঁকুড়া সদর, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ঃ পুজোর আগে শিরোনামে বিশেষ দেওয়াল। সেখানে গেলেই পাওয়া যাবে জামাকাপড়। এটি বাঁকুড়া জেলার মানবতার দেওয়াল। আগে কখনও এমন দেওয়াল দেখেছেন, যেখানে টাঙানো রয়েছে জামাকাপড়? এই মানবতার দেওয়াল থেকে নিজের প্রয়োজনে তুলে নেওয়া যাবে একটি জামা। কোনও টাকা না দিয়ে সেই জামা পরে মনের আনন্দে চলেও যাওয়া যাবে।
উল্লেখযোগ্য বিষয় হল, এই মৌলিক মানবতার দেওয়াল থেকে যাদের প্রয়োজন তাঁরাই একমাত্র বস্ত্র নেন। যাদের রয়েছে তাঁরা নিজেদের অপ্রয়োজনীয় বস্ত্রগুলি পরিষ্কার করে এই মানবতার দেওয়ালে টাঙিয়ে রেখে যান। বাঁকুড়ার একটি প্রত্যন্ত নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ভিতরে রয়েছে এই দেওয়াল। পুজোর আগে যাদের দরকার তাঁরা বস্ত্র নিয়ে যেতে পারবেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, পুজোর ২-৩ দিন আগে একটি ছোট্ট করে বস্ত্র বিতরণের মেলা করতে চান তিনি।
advertisement
আরও পড়ুনঃ মামলার পাহাড়! দ্রুত নিষ্পত্তির জন্য সব থানায় বসানো হল…! জেলায় বিরাট উদ্যোগ
প্রান্তিক বাঁকুড়ার একটি নিম্ন বুনিয়াদী স্কুল। কিন্তু তা সত্ত্বেও ছাত্র-ছাত্রীদের শিক্ষা দেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে দু’টি উদ্ভাবনী আইডিয়া নেওয়া হয়েছে। নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে বাচ্চাদের শিক্ষাজীবনের ভিত গড়ে ওঠে। সেই কারণেই বাঁকুড়ার কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে তৈরি হল মানবতার দেওয়াল এবং সততা স্টোর।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, পুজোর কথা মাথায় রেখে মানবতার দেওয়ালে আরও রঙিন পোশাক রাখা হবে। দুঃস্থ, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ থেকে শুরু করে স্কুলের ছাত্র-ছাত্রী এবং বাচ্চারা যে কেউ বিদ্যালয়ে আসতে পারেন এবং পোশাক নিয়ে যেতে পারেন। বাঁকুড়া শহরের এই মানবতার দেওয়াল এক অনন্য নজির গড়ছে বলে মনে করছেন অনেকে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পছন্দমতো নেওয়া যাবে জামা, লাগবে না কোনও টাকা! পুজোর আগে জেলায় 'মানবতার দেওয়াল'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement