মামলার পাহাড়! দ্রুত নিষ্পত্তির জন্য সব থানায় বসানো হল...! জেলায় বিরাট উদ্যোগ
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
District Legal Services Authority: জেলার প্রায় ১ লক্ষ ২০ হাজার মামলা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। জেলাজুড়ে প্রতিটি থানায় ক্যাম্প বসিয়ে শুরু হয়েছে নাম নথিভুক্তকরণের কাজ
তমলুক, সৈকত শীঃ ফৌজদারি, আর্থিক প্রতারণা, ট্রাফিক আইন ভাঙা ও বিদ্যুৎ বিল বকেয়ার মামলা সহ প্রায় ১ লক্ষ ২০ হাজারেরও বেশি মামলা জমে রয়েছে। জেলাজুড়ে জমে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি ঘটাতে চায় পূর্ব মেদিনীপুর আইনি পরিষেবা কর্তৃপক্ষ। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে জেলা আদালত, হলদিয়া ও কাঁথি মহকুমা আদালতের পাশাপাশি জেলার প্রতিটি থানায় বসানো হয়েছে বিশেষ ক্যাম্প। মানুষকে মামলা সংক্রান্ত আইনি পরিষেবা দিতেই এই ক্যাম্প বসানো হয়েছে। এই ক্যাম্পগুলি থেকে পূর্ব মেদিনীপুর জেলায় ফৌজদারি, আর্থিক প্রতারণা, ট্রাফিক আইন ভাঙা সহ একাধিক মামলার নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতি বছর দেশজুড়ে ৪টি লোক আদালত বসে। এই বছরের তৃতীয় লোক আদালত আগামী ১৩ সেপ্টেম্বর, শনিবার বসবে। জাতীয় লোক আদালত দিবসের আগেই শুরু হয়েছে মামলাগুলির নাম নথিভুক্তকরণের কাজ। পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি থানা চত্বরে বসানো হয়েছে আইনি পরিষেবার ক্যাম্প। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, হলদিয়া, কাঁথি, এগরা সহ প্রতিটি মহকুমাতেই থানা চত্বরে এই ক্যাম্প বসানো হয়েছে। এখান থেকে বিভিন্ন মামলার আইনি পরামর্শের পাশাপাশি মামলা দ্রুত নিষ্পত্তির জন্য নাম নথিভুক্তকরণের কাজ চলছে।
advertisement
আরও পড়ুনঃ কলেজ যাওয়ার পথে নিখোঁজ! অবশেষে উদ্ধার মালদার অপহৃত অধ্যাপক, পুলিশের জালে ৫
এই বিষয়ে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সেক্রেটারি সুদীপা ব্যানার্জি বলেন, ‘১৩ সেপ্টেম্বর জাতীয় লোক আদালত রয়েছে। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে বিভিন্ন রকমের মামলা নিষ্পত্তির জন্য রাখা হয়েছে। তবে এই লোক আদালতে বিশেষত ট্রাফিক চালান কেসের মামলা নিষ্পত্তি ঘটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২২ সালের মার্চ মাসের পর থেকে বড় সংখ্যক ট্রাফিক চালান কেসের মামলা জমে রয়েছে, সংখ্যা প্রায় ৮০ হাজার। একদিনে এত মামলা নিষ্পত্তির জন্য আগে থেকেই জেলার প্রতিটি আদালত ও প্রতিটি থানায় একটি করে নাম নথিভুক্ত স্পেশ্যাল ক্যাম্প তৈরি করা হয়েছে’।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা যাচ্ছে, পূর্ব মেদিনীপুর জেলায় শুধুমাত্র ২০২২ সালের মার্চ মাসের পর থেকে এতদিন পর্যন্ত মোটর ভেহিকেলস অ্যাক্টের মামলা প্রায় ৮০ হাজার। এর পাশাপাশি বিভিন্ন ব্যাঙ্কের ঋণ পরিশোধ না করার মামলাও রয়েছে প্রচুর। এছাড়াও অন্যান্য মামলা মিলিয়ে প্রায় ১ লক্ষ ২০ হাজার মামলা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে প্রতিটি থানায় ক্যাম্প বসিয়ে শুরু হয়েছে নাম নথিভুক্তকরণের কাজ। এর পাশাপাশি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ওই ক্যাম্পগুলি থেকে বিভিন্ন ধরণের আইনি পরামর্শ দেওয়া হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 11, 2025 3:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মামলার পাহাড়! দ্রুত নিষ্পত্তির জন্য সব থানায় বসানো হল...! জেলায় বিরাট উদ্যোগ