ওই পরিষেবা চালু হতেই ভ্রমণপিয়াসী মানুষ-সহ ভক্তরা অতি সহজেই পৌঁছে যাবেন ভারতের পবিত্রতম শহর তথা মন্দিরের শহর বারাণসী। পাপ মোচন এবং মোক্ষ লাভের আশায় বহু তীর্থযাত্রী সারা বছর ওই শহরে ভির করেন। রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির। বারাণসীর গঙ্গা নদীর তীরে অবস্থিত দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট তীর্থযাত্রীদের জন্য বিখ্যাত স্থান। এবার মহাদেবের আবাসস্থল কাশীর সঙ্গে আকাশপথে জুড়তে চলেছে দক্ষিণবঙ্গ।
advertisement
আরও পড়ুনঃ ৪০০০ টন চওড়া পেটের ইলিশ শহর, শহরতলির বাজারে! রবিবার বাজারে কেজিতে কত উঠবে দর? দাম কমে কিন্তু অর্ধেক
অক্টোবর মাসেই অণ্ডাল-বারাণসী বিমান পরিষেবা চালু হচ্ছে। এমনটাই জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমান বন্দর সূত্রে জানা গিয়েছে, অন্ডাল বিমানবন্দর থেকে বর্তমানে দিল্লি, চেন্নাই, মুম্বাই, ব্যাঙ্গালুরু, হায়দ্রাবাদ, ভুবনেশ্বর, বাগডোগড়া ও গুয়াহাটির উড়ান চালু রয়েছে। চলতি মাসের প্রথম দিকে একটি গুরুত্বপূর্ণ কোঅর্ডিনেশন মিটিং হয়েছে বিমানবন্দরে।
ওই বৈঠকে উপস্থিত ছিলেন, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। তিনি ওই মিটিংয়ে সভাপতিত্ব করেন।এছাড়াও ছিলেন জেলাশাসক পোন্নমবলম এস ও এয়ারপোর্টের ডিরেক্টর কৈলাশ মণ্ডল। কৈলাশবাবু জানিয়েছেন, বারাণসী বিমান পরিষেবার সিদ্ধান্ত হয়েছে। তবে এখনও দিন ও সময় নির্ধারণ করা হয়নি।