ক্লাস ওয়ান থেকে বাঁকুড়া ট্রাফিক পুলিশের ট্র্যাফিক আইন সচেতনতার গান গাইছে ঝিমলি। এই নিয়ে বহু মৌলিক গান সে গেয়েছে। গান গুলি রচনা করেছেন ঝিমলির বাবা এবং সঙ্গীত শিক্ষক। এই গানগুলিই শোনা যায় ট্রাফিক পুলিশের রোড সেফটির সচেতনতার সময়।
কেজিপিছু ৩৫ টাকায় কিনে ৮০ টাকায় বিক্রি! মাত্র ৩০ দিনেই আয় ৫০ হাজার টাকা, জানুন এই ব্যবসার উপায়!
advertisement
১২০০০ কিমি রেঞ্জ! রাফাল, F35 এর কাছে নস্যি… ভারত আনছে এক ‘বিধ্বংসী জেট’! দাম জানলে মাথা ঘুরবে!
পড়াশোনার পাশাপাশি, গিটার এবং গানবাজনা দুই করে থাকে ঝিমলি। বাড়িতে পথ সুরক্ষার গান বাদেও অন্যান্য সব ধরনের গান গেয়ে থাকে ঝিমলি। পরিবারের সদস্যরা যথেষ্ঠ খুশি এবং গর্বিত ঝিমলিকে নিয়ে। পরবর্তীকালে গান নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে ঝিমলির। ঝিমলি চ্যাটার্জি জানিয়েছে যে ভবিষ্যতে গান নিয়ে এগিয়ে যেতে চায় সে।
বাঁকুড়ার এই কিশোরী দীর্ঘদিন ধরেই এই কাজ করে আসছে। বাঁকুড়ার মোড়ে মোড়ে যে ট্রাফিক সচেতনতার গান শোনা যায় সেগুলি তারই গাওয়া। সেই কারণে মাথায় হেলমেট পড়ে হাতে গিটার নিয়ে ঝিমলিকে যদি দেখতে পান তাহলে হয়ত একটু অবাক হবেন কিম্বা একটু হাসিও পাবে।
তবে এই ঝিমলির গানেই প্রাণ ফিরে পাচ্ছেন বহু মানুষ। তার গাওয়া গানেই উদ্বুদ্ধ হয়ে হেলমেট পরে নিজের সুরক্ষা করছেন সাধারণ মানুষ। ঠিক যেন সেফ ড্রাইভ প্রচারের দ্বায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছে বাঁকুড়ার এই মেয়ে।
নীলাঞ্জন ব্যানার্জী