কী এমন রয়েছে এই লন্ঠনের মধ্যে, যে এত চাহিদা এই লণ্ঠনের! রং তুলির সাহায্যে ও নিপুন সূক্ষ্ম হাতের ছোঁয়ায় নতুন রূপ পাচ্ছে বিলুপ্তের পথে থাকা এই লণ্ঠন গুলি বাঁকুড়ার বিষ্ণুপুর পৌর শহরের বাসিন্দা শিল্পা সূত্রধর।
আরও পড়ুন: টয়লেটে ১ চামচ ফেলে দিন মাত্র ২ টাকার এই জিনিস! নোংরা দাগ, দুর্গন্ধ গায়েব, মিনিটে ঝকঝক করবে বাথরুম
advertisement
এই মেয়ে বিষ্ণুপুরের বিলুপ্তের পথে থাকা লণ্ঠন শিল্পকে টিকিয়ে রাখার ও বিষ্ণুপুরের ঐতিহ্য দশাবতার তাসকে টিকিয়ে রাখার এক অভিনব প্রচেষ্টার মাধ্যমে দুই শিল্পকে একই কাজের মধ্যে তুলে ধরেছেন। একসঙ্গে এই দুই শিল্পকে টিকিয়ে রাখার বিশেষ কাজ করে চলেছেন। যা দেখলে আপনারও মন ভাল হয়ে যাবে!
শিল্পা সূত্রধর বলেন বিষ্ণুপুরের এক ঐতিহ্য ও বিখ্যাত শিল্প লন্ঠন শিল্প এছাড়াও বিষ্ণুপুরের ঐতিহ্য ও বিখ্যাত আর এক শিল্প হল দশাবতার তাস । এই দুই শিল্পকে মানুষের কাছে নতুন করে তুলে ধরার জন্য রং তুলির সাহায্যে এই কাজ করছি। এই লণ্ঠনকে নতুন রূপ দিচ্ছেন এই বাঁকুড়ার কন্যা! এই লন্ঠন এখন রাজ্যের বিভিন্ন প্রান্তে পাড়ি দিচ্ছে, লণ্ঠনের গায়ে ফুটিয়ে তুলছেন দশ অবতার তাসের ছবি।
শিল্পা শূত্রধর বলেন লণ্ঠন শিল্পীদের কাছ থেকে লণ্ঠন কিনে আনলে তাদেরও এই শিল্প টিকে থাকছে এবং তারাও কিছু আয়ের মুখ দেখছেন। এছাড়াও বিষ্ণুপুরের বিখ্যাত দশ অবতার তাসকেও আমি এই লন্ঠনের মাধ্যমে টিকিয়ে রাখছি।
লণ্ঠনের গায়ে শিল্পা সূত্রধরের নিপুন সূক্ষ্ম হাতের ছোঁয়ায় দশ অবতার তাসের ছবি ফুটে উঠছে, যা দেখতে অসাধারণ। এই লন্ঠন গুলি দেখলে, নিতে মন যাবে আপনারও! এখন রাজ্যের বিভিন্ন প্রান্তে পাড়ি দিচ্ছে এই লন্ঠন গুলি