নন্দকুমার থানার অন্তর্গত ডেঞ্জার গ্রুপ ক্লাবের কালীপুজো পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম বিগ বাজেটের পুজো। প্রতিবছর কালীপুজোর এই ক্লাবের পুজোর জন্য মুখিয়ে থাকে সাধারণ মানুষ। প্রতিবছর কালী পুজোয় নানা থিমের চমকে তাক লাগায় এই পুজো কমিটি। এই ক্লাবের কালীপুজো চলতি বছর ২৫ তম বছরে পদার্পণ করেছে। এবারের কালীপুজোর মণ্ডপে থিমে তুলে ধরা হয়েছে আহ্বান। মন্ডপের ভেতর ও বাহির অঙ্গের সাজ সজ্জায় তার প্রতিফলন। মোবাইলসহ নানান ইলেকট্রনিক্স গ্যাজেট মানুষের চেতনাকে বদ্ধ করে রেখেছে, ফলে হারিয়ে যাচ্ছে বেঁচে থাকার আসল পরিসর। সেটাই এবার থিমের মাধ্যমে ফুটে উঠবে জেলার উন্নতম বিগ বাজেটের কালীপুজোয়।
advertisement
এ বিষয়ে ক্লাবের সভাপতি জয়ন্ত ভৌমিক জানান, কালীপুজোয় এবারের থিম আহ্বান। ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে একজোট করার প্রচেষ্টা। তাই এই থিমের পুজো মণ্ডপ। মন্ডপ শিল্পীর ভাবনায় সেজে উঠেছে। শুধু পুজো নয় পুজোয় পাশাপাশি, সমাজ সেবামূলক কাজকর্ম ও পুজোর দিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।’ প্রতিবছর এই পুজো মণ্ডপ দেখতে ভিড় করে বহু মানুষ। ফলে তাদের নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়টিকেও মাথায় রাখা হয়েছে বলে জানান ক্লাব সম্পাদক।
পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম এই কালীপুজোর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মানুষজন তাদের মণ্ডপে ভিড় জমান কালীপুজোর সময়। এবারও তাদের এই মণ্ডপ সাধারণ মানুষের মধ্যে সাড়া ফেলবে বলে অভিমত। জেলার এই কালীপুজোর এবারের বাজেট প্রায় ২০ লক্ষ টাকা।
উদ্যোক্তাদের কথায় সাধারণ মানুষকে সচেতন করার জন্যই এই ধরনের থিম ভাবা হয়েছে। শুধু থিম নয় থিমের পাশাপাশি খড়ের গহনা প্রতিমার সাজসজ্জা থাকছে। পাশাপাশি বর্তমান ছেলেমেয়েদের খেলাধুলার পরিচয় বাড়ানোর লক্ষ্য রাখা হয়েছে পুজোর দিনগুলিতে। ছেলে-মেয়েদের মাঠমূখী করতে ক্রিকেট সহ অন্যান্য টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।