জলচক গোকুল চক নাটেশ্বরী সর্বজনীন বাজার দুর্গোৎসব কমিটির এবারের থিম ‘কোচবিহারের রাজবাড়ি’। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আর মাত্র কিছুদিন বাকি। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হতেই জেলা জুড়ে উৎসবের আমেজ। পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম থেকে শহর – সব জায়গাতেই এখন সাজ সাজ রব। সেই আনন্দে ভেসেছে পিংলার জলচকও। প্রতিবছর বেশ কয়েক লক্ষ টাকা খরচ করে বিভিন্ন থিমে পুজো মণ্ডপ সাজিয়ে তোলেন উদ্যোক্তারা। এবারেও হুবহু কোচবিহারের ঐতিহাসিক রাজবাড়িকে তুলে ধরা হয়েছে এখানে।
advertisement
পিংলার প্রত্যন্ত এলাকা জলচক গোকুল চক নাটেশ্বরী সর্বজনীন বাজার দুর্গোৎসব কমিটি এবারে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখছে। পাশাপাশি দর্শনার্থীদের কাছে চমক হিসেবে রেখেছেন এই মণ্ডপ। দোতলায় উঠে প্রতিমা দেখতে হবে সকলকে। ৭০ ফুটের এই পুজো মণ্ডপ তাক লাগিয়েছে গোটা জেলার মানুষকে। প্রতিবছর পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামের পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতা এমনকি পার্শ্ববর্তী ওড়িশা এবং ঝাড়খন্ড রাজ্য থেকেও দর্শনার্থী আসেন এখানে। রাজকীয় প্রাসাদের অনুকরণে তৈরি হচ্ছে দুর্গামণ্ডপ। যেখানে একদিকে স্থাপত্যশৈলী ফুটে উঠছে, অন্যদিকে শিল্পীদের নিখুঁত কারুকাজে সাজছে সবকিছু।
প্রায় ৩৯ লক্ষ টাকা বাজেটে তৈরি হচ্ছে এই থিম মণ্ডপ। ইতিমধ্যেই শেষ পর্যায়ের কাজ চলছে জোরকদমে। কাঠ, প্লাই, থার্মোকল, রঙ দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে এই রাজকীয় আবহ। স্থানীয় বাসিন্দাদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। এখন থেকেই মণ্ডপপ্রাঙ্গণে প্রতিদিন ভিড় বাড়ছে। যদিও প্রতিমা উন্মোচনের আগেই দর্শনার্থীরা উঁকি মারতে ভিড় করছেন। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এখানে যে জনসমুদ্র হবে, তা বলাই বাহুল্য।





