TRENDING:

উত্তরবঙ্গের রাজবাড়ি এবার দক্ষিণবঙ্গে! পুজোর থিমে গড়বে ইতিহাস! দোতলা মণ্ডপে আসীন দেবী দুর্গা, কোথায় হচ্ছে জানেন?

Last Updated:

Durga Puja 2025: কয়েক লক্ষ টাকা খরচ করে কোচবিহারের রাজবাড়ির আদলে তুলে ধরা হচ্ছে মণ্ডপ। পিংলার প্রত্যন্ত এলাকা জলচক গোকুল চক নাটেশ্বরী সর্বজনীন বাজার দুর্গোৎসব কমিটির এবারের থিম 'কোচবিহারের রাজবাড়ি'। দোতলায় উঠে প্রতিমা দর্শন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পিংলা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: কোচবিহারের রাজবাড়ি পছন্দ? ঘুরতে যাবার প্ল্যান করেন কিন্তু আদতে যাওয়া হয় না। তবে এবার আর কোচবিহার যাওয়ার প্রয়োজন নেই, টাকা খরচ করে কোচবিহারের রাজবাড়ি না গিয়ে এবার সেই ঝলকই দেখে নিন এই পুজো মণ্ডপ। একেবারে কোচবিহারের রাজবাড়ির আদলে তুলে ধরা হয়েছে মণ্ডপ। কয়েক লক্ষ টাকা ব্যয় এবারের দুর্গাপুজোর থিমে সকল দর্শনার্থীর সামনে তুলে ধরা হয়েছে কোচবিহারের ঐতিহাসিক রাজবাড়ি। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় প্রতিবছর বেশ কয়েক লক্ষ টাকার বাজেটে পুজো করেন উদ্যোক্তারা। এবার প্রায় ৩৯ লক্ষ টাকা ব্যয় পুজো হচ্ছে পশ্চিম মেদিনীপুরে জলচকে।
advertisement

জলচক গোকুল চক নাটেশ্বরী সর্বজনীন বাজার দুর্গোৎসব কমিটির এবারের থিম ‘কোচবিহারের রাজবাড়ি’। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আর মাত্র কিছুদিন বাকি। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হতেই জেলা জুড়ে উৎসবের আমেজ। পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম থেকে শহর – সব জায়গাতেই এখন সাজ সাজ রব। সেই আনন্দে ভেসেছে পিংলার জলচকও। প্রতিবছর বেশ কয়েক লক্ষ টাকা খরচ করে বিভিন্ন থিমে পুজো মণ্ডপ সাজিয়ে তোলেন উদ্যোক্তারা। এবারেও হুবহু কোচবিহারের ঐতিহাসিক রাজবাড়িকে তুলে ধরা হয়েছে এখানে।

advertisement

আরও পড়ুনঃ খুদে পড়ুয়ার দেহে ছুটছে দেশাত্মবোধের রক্ত! নির্বাক অভিনয়ে দেখে গায়ে কাঁটা দেবে, মঞ্চ কাঁপিয়ে প্রথম ‘এই’ বিদ্যালয়

পিংলার প্রত্যন্ত এলাকা জলচক গোকুল চক নাটেশ্বরী সর্বজনীন বাজার দুর্গোৎসব কমিটি এবারে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখছে। পাশাপাশি দর্শনার্থীদের কাছে চমক হিসেবে রেখেছেন এই মণ্ডপ। দোতলায় উঠে প্রতিমা দেখতে হবে সকলকে। ৭০ ফুটের এই পুজো মণ্ডপ তাক লাগিয়েছে গোটা জেলার মানুষকে। প্রতিবছর পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামের পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতা এমনকি পার্শ্ববর্তী ওড়িশা এবং ঝাড়খন্ড রাজ্য থেকেও দর্শনার্থী আসেন এখানে। রাজকীয় প্রাসাদের অনুকরণে তৈরি হচ্ছে দুর্গামণ্ডপ। যেখানে একদিকে স্থাপত্যশৈলী ফুটে উঠছে, অন্যদিকে শিল্পীদের নিখুঁত কারুকাজে সাজছে সবকিছু।

advertisement

View More

আরও পড়ুনঃ  ‘চাঁচলে দাদাগিরি’! দুর্গাপুজোর অনুমতি না পেয়ে বিডিওর উপর চড়াও, ধুন্ধুমার কাণ্ড বাধালেন ক্লাব উদ্যোক্তারা

সেরা ভিডিও

আরও দেখুন
দাঁড়িয়ে থাকা ডাম্পারে সজোরে ধাক্কা, তারপরেই জ্বলে গেল ডাউদাউ করে
আরও দেখুন

প্রায় ৩৯ লক্ষ টাকা বাজেটে তৈরি হচ্ছে এই থিম মণ্ডপ। ইতিমধ্যেই শেষ পর্যায়ের কাজ চলছে জোরকদমে। কাঠ, প্লাই, থার্মোকল, রঙ দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে এই রাজকীয় আবহ। স্থানীয় বাসিন্দাদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। এখন থেকেই মণ্ডপপ্রাঙ্গণে প্রতিদিন ভিড় বাড়ছে। যদিও প্রতিমা উন্মোচনের আগেই দর্শনার্থীরা উঁকি মারতে ভিড় করছেন। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এখানে যে জনসমুদ্র হবে, তা বলাই বাহুল্য।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উত্তরবঙ্গের রাজবাড়ি এবার দক্ষিণবঙ্গে! পুজোর থিমে গড়বে ইতিহাস! দোতলা মণ্ডপে আসীন দেবী দুর্গা, কোথায় হচ্ছে জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল