কিন্তু আজ ব্যস্ততার যুগে সেভাবে মেলেনা সুযোগ। তাই অবসর সময়ে নিজের চায়ে চুমুক দিতে দিতে যদি জানা যায় ইতিহাস, তবে ব্যাপারটা মন্দ হয় না। আর এই চিন্তা থেকেই এবার গোবরডাঙ্গার বুকে এক অভিনব ক্যাফে নজর কেড়েছে বইপ্রেমীদের। এ যেন ক্যাফে নয় বরং গোটা একটা লাইব্রেরি। স্থানীয় এলাকার বিভিন্ন ইতিহাস সমৃদ্ধ বইয়ের সমাহারের দেখা মিলছে এই ক্যাফেতে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
সন্ধ্যা হলেই চায়ের আড্ডার সঙ্গে এই ক্যাফে লাইব্রেরীতে বসে একাধিক বই পড়া আর সঙ্গে পছন্দ সই খাবার মেলায় যেন সোনায় সোহাগা সকল বয়সের মানুষদের কাছে। মোমো, ফিস ফ্রাই থেকে শুরু করে চিকেনের বিভিন্ন আইটেম মিলছে টেবিলেই।
উত্তর ২৪ পরগনার গোবরডাঙার নকপুলে ক্যাফে আলাপন তাই এখন বেশ জমজমাট। ক্যাফের মধ্যে প্রবেশ করলেই দেখা যাবে চারদিকে সাজানো রয়েছে ইতিহাসের বিভিন্ন বই। তাই মন চাইলে আপনিও একবার ঘুরে আসতে পারেন এই ক্যাফেতে, ইতিহাস জানার ইচ্ছে থাকলে হাতে তুলে নিতে পারেন বই। সময় কাটবে নিমেষেই।
Rudra Narayan Roy